48+48+48 মেগাপিক্সেল ক্যামেরার প্রথম আইফোন হতে পারে iPhone 17 Pro Max
গত সেপ্টেম্বরে অ্যাপল Apple iPhone 15 সিরিজ লঞ্চ হয়েছে। আর আগামী বছরে আসবে পরবর্তী প্রজন্মের iPhone 16 লাইনআপ। সুতরাং iPhone 17 বাজারে আসতে এখনও প্রায় বছর দুয়েকের অপেক্ষা। তা বলে, একে নিয়ে গুঞ্জন কিন্তু থেমে নেই। অ্যাপলের ঘিরে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ বরাবরই বেশি। তাই এটা খুব একটা অস্বাভাবিক নয় যে, ২০২৫ সালে লঞ্চ হতে চলা আইফোন মডেলগুলিকে নিয়ে এখন থেকে জল্পনা শুরু হয়ে গিয়েছে। একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে iPhone 17 Pro মডেলে একটি ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকতে পারে।
iPhone 17 Pro Max-এ থাকতে পারে 48MP টেলিফটো ক্যামেরা
অ্যাপলের সাপ্লাই চেইন বিশ্লেষক জেফ পু জানিয়েছেন যে, আইফোন ১৭ সিরিজের প্রো মডেলে অ্যাপল একটি ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ব্যবহার করতে পারে। অ্যাপলের প্রধান সাপ্লায়ার, লার্গান প্রিসিশন (Largan Precision)-এর ওপর ফোকাস করা একটি রিসার্চ নোটে এই বিষয়টি উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন যে, আপগ্রেডটি অ্যাপলের ভিশন প্রো হেডসেটের সাথে লিঙ্ক থাকতে পারে, যা ভিআর এক্সপেরিয়েন্সের জন্য অপ্টিমাইজড পারফরম্যান্সের ইঙ্গিত দিচ্ছে। তবে, জেফ পু লেন্সের বিস্তারিত বিবরণ এবং ভিশন প্রো-এর সাথে সংযোগ সম্পর্কে কিছুই বলেননি।
তুলনামূলকভাবে দেখলে, বর্তমান প্রজন্মের আইফোন ১৫ প্রো মডেলগুলিতে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে৷ সাম্প্রতিক iOS 17.2 আপডেটের পর থেকে, এই ডিভাইসগুলি ভিশন প্রো-এ প্লেব্যাকের জন্য ৩ডি (3D) ডেপ্থের সাথে স্পেশিয়াল ভিডিও রেকর্ড করার ক্ষমতা অর্জন করেছে। আড়াআড়িভাবে ধরলে, প্রধান এবং আল্ট্রা-ওয়াইড লেন্সগুলি স্পেশিয়াল ভিডিওগুলিতে আরও বেশি ডেপ্থ ক্যাপচার করার জন্য একত্রে কাজ করে।
সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, আসন্ন iPhone 16 সিরিজের Pro মডেলগুলিতে ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত থাকবে। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে iPhone 17 Pro Max হবে প্রথম আইফোন, যা সম্পূর্ণরূপে ৪৮ মেগাপিক্সেল লেন্সের সমন্বয়ে গঠিত রিয়ার ক্যামেরা সিস্টেম অফার করবে। স্বাভাবিকভাবেই, রেজোলিউশন যত বেশি হবে তত ভাল। ফলে ফোনগুলি আরও ডিটেইলস যুক্ত ফটো ক্যাপচার করতে পারবে, জুম করা বা বড়-ফরম্যাটের ইমেজ প্রিন্ট করার জন্য আদর্শ হবে।