বিক্রি করলে ভাল দাম পাবেন না, Apple iPhone SE নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট

Update: 2024-03-14 10:33 GMT

অ্যাপল (Apple)-এর SE সিরিজের সাশ্রয়ী মূল্যের আইফোনগুলি সারা বিশ্বে মধ্যবিত্ত ক্রেতাদের কাছে একটি আকষর্ণীয় বিকল্প, যা তার দামের নিরিখে দুর্দান্ত কর্মক্ষমতা প্রদান করে। তবে, একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, অ্যাপলের অন্যান্য প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির মতো রিডিজাইন করা আসন্ন iPhone SE 4 তার রিসেল মূল্য ধরে রাখতে অক্ষম হবে।

iPhone SE মডেলগুলি অন্যান্য আইফোনের তুলনায় দ্রুত মূল্য হারায়

অ্যাপলের প্রোডাক্টগুলি সাধারণত তাদের মান ভালভাবে ধরে রাখার জন্য পরিচিত, তবে সেলসেল-এর একটি সাম্প্রতিক রিপোর্ট প্রকাশ করেছে যে, অন্যান্য আইফোন লাইনের তুলনায় আইফোন এসই মডেলগুলির দ্রুত অবমূল্যায়ন ঘটে। উদাহরণস্বরূপ, ২০২২ সালে প্রকাশিত তৃতীয়-প্রজন্মের আইফোন এসই, প্রথম মাসের মধ্যেই তার মূল্যের ৪২.৬% হারিয়েছে, সেখানে আইফোন ১৩-এর দাম পড়েছে মাত্র ১৮.৭%। এই দ্রুত অবমূল্যায়ন বিনিয়োগ হিসাবে আইফোন এসই-এর প্রতি ক্রেতাদের আগ্রহে প্রভাব ফেলতে পারে। যদিও এই ডিভাইসগুলি চমৎকার স্পেসিফিকেশন অফার করে, তবে পুনঃবিক্রয়ের সম্ভাবনা অন্যান্য মডেলের তুলনায় কম হতে পারে।

অ্যাপল বর্তমানে তাদের আইফোন এসই ৪ মডেলটির ওপর কাজ করছে। এটি আগামী বছর বাজারে আসবে বলে শোনা যাচ্ছে। তবে ফোনটির স্পেসিফিকেশনগুলি ইতিমধ্যেই ফাঁস হতে শুরু করেছে। শোনা যাচ্ছে এটির ডিজাইনে ব্যাপক পরিবর্তন করা হবে, গত প্রজন্মের মডেলটির তুলনায়। দেখতে অনেকটা আইফোন এক্সআর-এর মতো হবে। ফোনটিতে নচ সহ ৫.৭ বা ৬.১ ইঞ্চি লিকুইড রেটিনা এলসিডি ডিসপ্লে থাকতে পারে। আইফোন এস ৪ সম্ভবত অ্যাপল এ১৫ বায়োনিক প্রসেসর দ্বারা চালিত হবে, যা এর আগে আইফোন ১৩ সিরিজে ব্যবহৃত হয়েছে। হ্যান্ডসেটটিতে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প মিলতে পারে।

এছাড়া ফটোগ্রাফির জন্য, iPhone SE 4-এও আগের এসই মডেলের মতো ১২ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা দেখা যাবে। তবে সামনে উন্নত ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, iPhone SE 4 প্রায় ৩,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসবে, যা পূর্ববর্তী SE মডেলের তুলনায় একটি লক্ষণীয় আপগ্রেড হবে। iPhone SE 4 ফোনটি 5G সংযোগ সাপোর্ট করবে। এর হোম বাটনে নিরাপত্তার জন্য টাচ আইডি থাকবে এবং ফোনটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৭ (IP67) রেটিং প্রাপ্ত চ্যাসিসের সাথে আসবে।

Tags:    

Similar News