Apple উন্নত ফিচার্স দিয়ে নতুন SE 4 ফোন লঞ্চ করবে, iPhone 14 এর সঙ্গে থাকবে মিল

Update: 2023-03-08 07:21 GMT

অ্যাপল তাদের সাশ্রয়ী মূল্যের SE সিরিজের অধীনে সামনের বছর মার্চ মাসে iPhone SE 4 লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। তবে সাধারণ আইফোন সিরিজের বিপরীতে, SE লাইনআপের লঞ্চের কোনও নির্দিষ্ট সময়সূচী নেই এবং তাই নয়া মডেলটি আগামী বছর মার্চ না হলেও যে কোনও সময় বাজারে আসতে পারে। উল্লেখযোগ্যভাবে, অ্যাপল ২০১৬ সালে প্রথম iPhone SE, তার তিন বছর পর iPhone SE 2 এবং গত বছর iPhone SE 5G লঞ্চ করেছে৷ এবার iPhone SE 4-এর লঞ্চ টাইমলাইনের পাশাপাশি ডিসপ্লে প্যানেলের বিবরণ প্রকাশ্যে এসেছে৷

iPhone SE 4-এ থাকতে পারে OLED ডিসপ্লে

দ্য ইলেক দাবি করেছে, আইফোন এসই ৪ মডেলটি ডিসপ্লে প্রস্তুতকারী সংস্থা, বিওই (BOE) দ্বারা নির্মিত ৬.১ ইঞ্চির ওলেড (OLED) প্যানেলের সাথে আসবে। অর্থাৎ, আইফোন এসই সিরিজের ফোনে আর সাব-স্ট্যান্ডার্ড এলসিডি প্যানেল ব্যবহার করা না। যদিও আইফোন এসই ৪-এর স্ক্রিনটি অতীতের এলসিডি (LCD) প্যানেলেরই একটি আপগ্রেড হবে এবং আসন্ন আইফোন ১৫ বা আইফোন ১৫ প্রো-তে ব্যবহৃত ৬.১ ইঞ্চির ওলেড (OLED) প্যানেলের মতো একই প্যানেল হবে না, যা এলজি (LG) বা স্যামসাং (Samsung) তৈরি করে।

তবে, অ্যাপলের এই পদক্ষেপটি যৌক্তিক কারণ বিওই (BOE) দ্বারা নির্মিত ওলেড (OLED) প্যানেলের জন্য মার্কিন প্রযুক্তি সংস্থাটির খরচ হবে মাত্র ৪০ ডলার (প্রায় ২,২৭০ টাকা)। উল্টোদিকে, পরবর্তী প্রজন্মের আইফোন ১৫ সিরিজ এবং নতুন আইপ্যাডে ব্যবহৃত স্যামসাং ডিসপ্লে এবং এলজি ডিসপ্লে নির্মিত ওলেড (OLED) প্যানেলগুলির দাম প্রায় ১০০ ডলার (প্রায় ৮,১৭৫ টাকা)৷ অর্থাৎ বিওই ডিসপ্লের দাম তার প্রিমিয়াম সংস্করণের অর্ধেকেরও কম। সেই কারণে অ্যাপল প্রতিযোগিতামূলক মূল্যের সাথে আইফোন এসই ৪ বাজারে লঞ্চ করতে পারবে বলে আশা করা যায়।

জানিয়ে রাখি, স্বনামধন্য অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও সম্প্রতি বলেছেন যে, iPhone SE 4-এ অ্যাপলের ইন-হাউস ৫জি চিপসেট ব্যবহার করা হবে৷ তিনিও নিশ্চিত করেছেন যে, এই ফোনটিতে ৬.১ ইঞ্চির ওলেড ডিসপ্লে থাকবে, যা লেটেস্ট রিপোর্টটির সাথে সামঞ্জ্যপূর্ণ। এছাড়াও কুও জানিয়েছেন যে, আসন্ন SE-সিরিজের মডেলটিতে সরু বেজেল সহ iPhone 14-এর মতো ডিজাইন দেখা যাবে।

আবার একটি সূত্র মারফৎ জানা গেছে যে, iPhone SE 4-এ iPhone 14-এর অনুরূপ চ্যাসিস এবং কয়েকটি উপাদান থাকতে পারে। অর্থাৎ, এটি প্রিমিয়াম রেঞ্জের আইফোনের সাথে বেশ কিছু স্পেসিফিকেশন শেয়ার করতে পারে। মনে করা হচ্ছে, বিওই-নির্মিত ডিসপ্লে প্যানেলটি ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ডিসপ্লে নচ সহ একটি এলটিপিও ইউনিট হবে৷ অন্যদিকে, এবছর লঞ্চ হতে চলা iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max - এই সবকটি মডেলই অ্যাপলের নতুন ডাইনামিক আইল্যান্ড ফিচারের সাথে আসবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News