8 ডিসেম্বর বাজারে আসছে iQOO 11, কোম্পানি কিছু বুঝে ওঠার আগেই প্রকাশ সমস্ত ফিচার্স
গত ২ ডিসেম্বর iQOO 11 সিরিজটি হোম মার্কেট চীনে লঞ্চ হওয়ার কথা থাকলেও, কোম্পানির তরফ থেকে অবাঞ্ছিত কারণে তার দুদিন আগেই লঞ্চ ইভেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি আইকো এই ইভেন্টটি পুনঃনির্ধারণ করেছে। ভিভো অধীনস্থ ব্র্যান্ডটি ঘোষণা করেছে যে, iQOO 11 5G মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং চীনের বাজারে আগামী ৮ ডিসেম্বর লঞ্চ হবে৷ আর আসন্ন লঞ্চের আগে, iQOO 11-এর চীনা ভ্যারিয়েন্ট চীনের টেনা (TENAA) কর্তৃপক্ষের কাছ থেকে সার্টিফিকেশন লাভ করেছে। আর যথারীতি ডিভাইসটির টেনা তালিকাটি এর সমস্ত মূল বৈশিষ্ট্য প্রকাশ করেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।
আইকো ১১-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - iQOO 11 Expected Specifications
V2243A মডেল নম্বর সহ আইকো ১১ মডেলটি চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে, যার তালিকাটি প্রকাশ করে যে, এই ফোনে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১,৪৪০ x ৩,২০০ পিক্সেলের কোয়াড-এইচডি+ রেজোলিউশন এবং ১০ বিট কালার সাপোর্ট করবে। আইকো ১১ কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি / ১২ জিবি / ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১২৮ জিবি (ইউএফএস ৩.১) / ২৫৬ জিবি / ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ যুক্ত থাকবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিনওএস ৩ (OriginOS 3) ইউজার ইন্টারফেসে রান করবে।
ক্যামেরার ক্ষেত্রে, iQOO 11-এর টেনা তালিকাতে উল্লেখ করা হয়েছে যে, ফোনটির সামনে একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল (প্রধান) + ১৬ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেলের সেন্সর সমন্বিত ট্রিপল ক্যামেরা ইউনিট অবস্থান করবে। তবে, মনে করা হচ্ছে যে টেনা ভুলভাবে রিয়ার ক্যামেরাগুলির একটিকে ফ্রন্ট ক্যামেরা হিসাবে উল্লেখ করেছে। সাম্প্রতিক বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, iQOO 11-এ একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং পিছনে ৫০ মেগাপিক্সেল (প্রধান, ওআইএস সহ) + ১৩ মেগাপিক্সেল (পোর্ট্রেট) + ৮ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড) সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা ইউনিট দেখা যাবে। আবার উন্নত ফটোগ্রাফির অভিজ্ঞতার জন্য, আসন্ন আইকো ফোনে ভিভো ভি২ ইমেজ সিগন্যাল প্রসেসর (ISP) চিপটি ব্যবহার করা হবে বলেও জানা গেছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO 11-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও, এই হ্যান্ডসেটে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটি আইআর (IR) ব্লাস্টার মিলবে। সবশেষে টেনা তালিকা অনুযায়ী, iQOO 11 5G-এর পরিমাপ ১৬৪.৮৬ x ৭৭.০৭ x ৮.৭২ মিলিমিটার এবং ওজন ২০০ গ্রাম।
উল্লেখ্য, iQOO 11 5G-এর পাশাপাশি আরও কিছু উন্নত ফিচার সহ iQOO 11 Pro মডেলটিও চীনের মার্কেটে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে, এখনও এটা নিশ্চিতভাবে জানা যায়নি যে, এই Pro মডেলটি ৮ ডিসেম্বর চীনের বাইরে বাজারগুলিতেও লঞ্চ হবে কিনা।