১২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, iQOO 11 লেটেস্ট ইমেজ প্রসেসর আসছে
গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছে ভিভো (Vivo)-এর জনপ্রিয় সাব-ব্র্যান্ড (iQOO) তাদের পরবর্তী প্রজন্মের iQOO 11 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির ওপর কাজ করছে। এই সিরিজটিতে দুটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে - iQOO 11 এবং iQOO 11 Pro। এই ডিভাইসগুলি আগামী বছর অর্থাৎ ২০২৩-এর প্রথম ত্রৈমাসিকে বাজারে আত্মপ্রকাশ করবে আশা করা হচ্ছে। গত সপ্তাহে একটি রিপোর্টের মাধ্যমে Pro মডেলটির সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটি প্রকাশ্যে এসেছিল। আর এবার এক সুপরিচিত টিপস্টার iQOO 11-এর মূল স্পেসিফিকেশন সম্পর্কিত একাধিক তথ্য প্রকাশ করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।
আইকো ১১-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - iQOO 11 Expected Specifications
টিপস্টার যোগেশ ব্রার তার সাম্প্রতিক টুইটে নতুন আইকো ১১ স্ট্যান্ডার্ড মডেলটির স্পেসিফিকেশনের তালিকাটি শেয়ার করেছেন।
তার টুইট অনুযায়ী, এই ফোনে ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট সহ ৬.৭৮ ইঞ্চির ই৫ অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকবে। প্রসঙ্গত এর আগে একটি প্রতিবেদনে, ডিসপ্লেটিকে ২কে (2K) রেজোলিউশন সহ একটি ফ্ল্যাট প্যানেল বলা হয়েছিল। আইকো ১১ আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চালিত হবে বলে জানা গেছে, যা বর্তমান স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১-এর তুলনায় পারফরম্যান্সে বড়সড় উন্নতি দেখাতে না পারলেও, এটি তুলনামূলকভাবে অনেক বেশি কার্যকর হবে, ব্যাটারি লাইফ বাড়াবে, একই সাথে ফোনের তাপও নিয়ন্ত্রণে রাখবে। এই চিপটি ৮ জিবি/১২ জিবি র্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি/ ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। এছাড়া, আইকো ১১ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিনওএস (OriginOS) কাস্টম স্কিনে রান করবে।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য, iQOO 11-এ পূর্বসূরি iQOO 10-এর ক্যামেরা ইউনিটের মতো একই রকম সেটআপ থাকবে বলে মনে করা হচ্ছে। কেননা, যোগেশ ব্রার দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, এই আইকো ফ্ল্যাগশিপে ৫০ মেগাপিক্সেলের জিএন৫ প্রাইমারি ক্যামেরা সেন্সর অবস্থান করবে, যার সাথে একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো ইউনিট যুক্ত থাকবে। আর সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে।
নতুন মডেলে ক্যামেরা হার্ডওয়্যার এক থাকলেও, ছবির গুণমান উন্নততর হতে পারে কারণ আইকো এই ডিভাইসে ভিভো ভি২ (Vivo V2) ইমেজ সিগন্যাল প্রসেসর (ISP) চিপটি ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO 11-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে।