ফোন চার্জ হবে তুফানি গতিতে, 200W পর্যন্ত চার্জিং স্পিডের সঙ্গে লঞ্চ হতে পারে iQOO 12

Update: 2023-01-31 14:56 GMT

গত ডিসেম্বরে, আইকো তাদের লেটেস্ট iQOO 11 সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড এবং প্রো মডেল দুটি উন্মোচন করেছে। ব্র্যান্ডটি ইতিমধ্যেই এর উত্তরসূরি, iQOO 12 লাইনআপের ওপর কাজ শুরু করে দিয়েছে বলে জানা গেছে। আর এখন একটি নির্ভরযোগ্য সূত্র মারফৎ স্ট্যান্ডার্ড iQOO 12 সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। আসুন প্রাথমিকভাবে এই আসন্ন আইকো ফোনটির সম্পর্কে কি কি জানা গেল, দেখে নেওয়া যাক।

iQOO 12 পূর্বসূরির তুলনায় দ্রুততর ওয়্যার্ড চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসতে পারে

আইকো ১২ সিরিজটি চলতি বছরের মাঝামাঝি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। এই লাইনআপে আইকো ১২ এবং ১২ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত থাকবে। এই ডিভাইসগুলি বর্তমান প্রজন্মের আইকো ১১ এবং ১১ প্রো-এর উত্তরসূরি হিসেবে বাজারে আত্মপ্রকাশ করবে, যেগুলি যথাক্রমে ১২০ ওয়াট এবং ২০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ উল্লেখ্য, আইকো ১১ প্রো ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং অফার করে। আইকো ১০ এবং ১০ প্রো মডেলগুলিও একই চার্জিং ক্ষমতার সাথে এসেছিল৷

এদিকে টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন আইকোর আসন্ন ফ্ল্যাগশিপ ফোনের চার্জিং ক্ষমতা উল্লেখ করেছেন। যদিও, তিনি স্পষ্টভাবে ডিভাইসটির নাম উল্লেখ করেননি, তবে পোস্টে স্ট্যান্ডার্ড আইকো ১২ সম্পর্কে কথা বলেছেন বলে মনে করা হচ্ছে। টিপস্টার প্রকাশ করেছেন যে, ডিভাইসটি একটি আপগ্রেডেড চার্জিং সলিউশনের সাথে আসবে।

অনুমান করা হচ্ছে, iQOO 12 ফ্ল্যাগশিপ ফোনটি ১২০ ওয়াট বা ২০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। এমনও সম্ভাবনা রয়েছে যে, ১২০ ওয়াট থেকে ২০০ ওয়াটের মধ্যে এর চার্জিং ক্ষমতাটি থাকতে পারে, যেমন ১৫০ ওয়াট বা ১৮০ ওয়াট। জানিয়ে রাখি, পূর্বসূরি প্রো মডেলগুলি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করলেও, ব্র্যান্ডের পূর্ববর্তী স্ট্যান্ডার্ড ফ্ল্যাগশিপ ফোনগুলির কোনওটিই করেনি।

আর iQOO 12-এ ওয়্যারলেস চার্জিং থাকবে কিনা সে সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। iQOO 12-এর অন্যান্য স্পেসিফিকেশন বা iQOO 12 Pro-এর চার্জিং ক্ষমতা সম্পর্কে কিছু অবশ্য শোনা যায়নি। সম্ভবত, প্রো মডেলটি আগের মতোই ২০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Tags:    

Similar News