ছবি উঠবে জবরদস্ত! পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সঙ্গে বাজারে আসছে iQOO 13

Update: 2024-06-13 13:15 GMT

চীনের মার্কেটে বেশ কয়েকটি স্মার্টফোন ব্র্যান্ড এবছরের শেষের দিকে নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে। এই তালিকায় আইকো ব্র্যান্ডও রয়েছে। তারা আগামী নভেম্বরে iQOO 13 উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। তবে গত বছরের মতো, কোম্পানিটি এবারের সিরিজে স্ট্যান্ডার্ড মডেলের পাশাপাশি প্রো মডেল, অর্থাৎ iQOO 13 Pro লঞ্চ করবে না বলে শোনা যাচ্ছে। আর এখন লঞ্চের আগে ইন্টারনেটে স্ট্যান্ডার্ড iQOO 13 ফোনের কিছু বৈশিষ্ট্য ফাঁস হয়েছে, যা ইঙ্গিত করছে যে আসন্ন ডিভাইসটি বর্তমান প্রজন্মের iQOO 12 মডেলের তুলনায় একাধিক উল্লেখযোগ্য আপগ্রেড নিয়ে আসবে।

iQOO 13 ফোনের প্রধান স্পেসিফিকেশন (সম্ভাব্য)

প্রথমেই জানাই, আইকো ১২ ফোনে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) প্যানেল রয়েছে, যা ১.৫কে রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করে। ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট, ১৬ জিবি র‍্যাম, ১ টিবি স্টোরেজ, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং আইপি৬৪ (IP64) রেটেড চ্যাসিস রয়েছে।

আর এখন টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের একটি নতুন ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্ট থেকে জানা গেছে যে, আপকামিং আইকো ১৩ ফোনে ফ্ল্যাট ওলেড (OLED) প্যানেল থাকবে, যা ২কে রেজোলিউশন অফার করে। এতে একটি সিঙ্গেল-পয়েন্ট আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

আইকো ১৩ ফোনে একটি উন্নত গেমিং এক্সপেরিয়েন্সের জন্য একটি "বড় আকারের" এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর থাকবে। যদিও টিপস্টার এটি উল্লেখ করেনি, তবে এটিতে কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। এতে একটি উন্নত আইপি৬ (IP68) রেটেড চ্যাসিস মিলবে।

জানিয়ে রাখি, iQOO 12 ফোনে ৫০ মেগাপিক্সেল (প্রাইমারি) + ৫০ মেগাপিক্সেল (আল্ট্রাওয়াইড) + ৬৪ মেগাপিক্সেলের (৩x পেরিস্কোপ) সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা ইউনিট রয়েছে। ডিসিএস প্রকাশ করেছেন যে, iQOO 13 মডেলে একটি ৩x পেরিস্কোপ জুম ক্যামেরাও থাকবে। তবে, এটিতে আগের মডেলের মতো একই পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে কিনা, তা অনিশ্চিত। এছাড়াও, ডিভাইসের অন্যান্য ক্যামেরা সম্পর্কে কোনও তথ্য উপলব্ধ নেই। এমনকি, এখনও iQOO 13 ফোনের ব্যাটারি এবং চার্জিং গতি সম্পর্কেও কোনও তথ্য ফাঁস হয়নি। তবে, জানা গেছে যে ডিভাইসের টপ-এন্ড মডেলটিতে ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ থাকবে।

Tags:    

Similar News