iQOO 13 Pro: ফোন আছে বিক্রি নেই, প্রো মডেল বন্ধ করবে আইকো? তুঙ্গে জল্পনা

Update: 2024-06-11 14:58 GMT

একাধিক শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড চলতি বছরের শেষ ত্রৈমাসিকে চীনা বাজারে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করেছে। এগুলি সম্পর্কে নানা তথ্য অনলাইনে ভেসে বেড়াচ্ছে। যেমন ভিভো MediaTek Dimensity 9400 প্রসেসরের সাথে Vivo X200 এবং X200 Pro উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে, যেখানে iQOO 13 সিরিজটি Qualcomm Snapdragon 8 Gen 4 চিপসেট সহ আসবে বলে আশা করা হচ্ছে। তবে কিছু সূত্র মারফৎ শোনা যাচ্ছে যে iQOO 13 Pro মডেলটি এই বছর সিরিজ থেকে বাদ দেওয়া হতে পারে। আসুন এই প্রসঙ্গে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

iQOO 13 সিরিজ থেকে প্রো ব্র্যান্ডেড ফ্ল্যাগশিপগুলি বাদ পড়তে পারে

এবছর চীনে আইকো ১৩ প্রো লঞ্চ না করার পিছনে বেশ কিছু কারণ রয়েছে বলে শোনা যাচ্ছে। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দিক হতে পারে আইকো লাইনআপে প্রো ভ্যারিয়েন্টগুলির পূর্ববর্তী পারফরম্যান্স। বলা হচ্ছে যে আইকো ১১ সিরিজটি কম বিক্রি হওয়ার কারণে প্রো ভ্যারিয়েন্টটি বন্ধ করার কথা ভাবছে সংস্থা। চীনের এক পরিচিত টেক ব্লগারের মতে, দুই জেনারেশন ধরে এই প্রবণতা দেখা যাচ্ছে, যা ইঙ্গিত করে যে আইকো ব্র্যান্ডের মধ্যে একটি প্রো ভ্যারিয়েন্টের অবস্থানের সাথে জড়িত অন্তর্নিহিত চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা থাকতে পারে।

মূল চ্যালেঞ্জটি ব্র্যান্ড পজিশনিং এবং মার্কেট পারসেপশানের মধ্যে রয়েছে। ভিভোর একটি সাব-ব্র্যান্ড হিসাবে আইকো পারফরম্যান্স-চালিত বিভাগে সাফল্যের সাথে একটি বিশেষ স্থান তৈরি করে চলেছে। তবে, ব্র্যান্ডটি এখনও চীনে একটি প্রো ভ্যারিয়েন্টকে সমর্থন করার জন্য পর্যাপ্ত ব্র্যান্ড পাওয়ার সহ একটি স্বতন্ত্র ব্র্যান্ড হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে নানান চ্যালেঞ্জের সম্মুখীন হয়।

এছাড়াও, iQOO 12 Pro, iQOO 11 Pro, iQOO 10 Pro, iQOO 9 Pro সহ পূর্ববর্তী প্রো মডেলগুলিকে চীনের বাইরে লঞ্চ করা হয়নি, যেখানে তাদের কিছু স্ট্যান্ডার্ড (নন-প্রো) সংস্করণ লঞ্চ হয়েছে। চীনের বাইরে গ্লোবাল মার্কেটে, প্রো মডেলগুলির কার্যকারিতা সম্পর্কে গ্রাহকদের মনে সন্দেহ থাকতে পারে। বিগত বছরগুলিতে চীনে iQOO Pro ভ্যারিয়েন্টের বিক্রি কমেছে, যা নির্দেশ দেয় যে শুধু গ্লোবাল মার্কেটে নয় দেশীয় বাজারেও ব্র্যান্ডটি প্রো সংস্করণের সম্ভাব্য সাফল্যে আত্মবিশ্বাসী নাও হতে পারে।

এদিকে, মূল কোম্পানি ভিভো ফটোগ্রাফির অভিজ্ঞতার ওপর জোর দিয়ে ফ্ল্যাগশিপ স্মার্টফোন সরবরাহের দিকে মনোনিবেশ করেছে। এটি iQOO Pro সিরিজের জন্য একটি সম্ভাব্য দ্বন্দ্ব তৈরি করে, বিশেষ করে যদি এটি প্রধান ব্র্যান্ডের ডিভাইসগুলির সাথে ওভারল্যাপ করে। জানিয়ে রাখি, গত বছরের iQOO 12 সিরিজ উন্নত ফটোগ্রাফির জন্য পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা যুক্ত ছিল। তাছাড়া, Vivo X100 Pro এবং iQOO 12 Pro গত বছর একই ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৭,৭০০ টাকা) প্রারম্ভিক মূল্যে লঞ্চ হয়।

এছাড়াও, স্মার্টফোন বাজারের গতিশীলতা পণ্য কৌশল গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওয়ানপ্লাস (OnePlus)-এর মতো প্রতিযোগী সংস্থাও প্রো ভ্যারিয়েন্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সেগুলি বন্ধ করে দিয়েছে। এটি ইঙ্গিত দেয় যে একটি সাব-ব্র্যান্ডের মধ্যে একটি প্রো লাইনআপ বজায় রাখতে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, বিশেষ করে যদি এটি গ্রাহকদের পছন্দ বা বাজারের চাহিদার সাথে তাল মেলাতে না পারে।

এই চ্যালেঞ্জগুলির প্রতিক্রিয়া হিসাবে, সূত্রগুলি নির্দেশ করে যে ভিভো এবং আইকো তাদের আসন্ন মডেলগুলির মধ্যে আরও পার্থক্য তৈরি করবে। iQOO 13 ফোনে ২কে ফ্ল্যাট ওলেড (OLED) ডিসপ্লে ও Qualcomm Snapdragon 8 Gen 4 চিপ থাকবে এবং এটি ইমেজিং ক্ষমতার ওপর ফোকাস করবে, যেখানে Vivo X200 ফোন ১.৫কে ওলেড (OLED) কার্ভড-এজ ডিসপ্লে ও MediaTek Dimensity 9400 প্রসেসর সহ আসবে। Vivo X200 অক্টোবরে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, যেখানে iQOO 13 সিরিজ নভেম্বরে আত্মপ্রকাশ করতে পারে।

iQOO 13 Pro ভ্যারিয়েন্টের ঐতিহাসিক পারফরম্যান্স, মার্কেট ডায়নামিক এবং ব্র্যান্ড পজিশনিং বিবেচনা করে, এবছর চীনে iQOO 13 Pro লঞ্চ করা থেকে বিরত থাকা আইকোর পক্ষে যৌক্তিক বলে মনে করা হচ্ছে। পরিবর্তে, কোম্পানি অতিরিক্ত বৈশিষ্ট্য এবং আপগ্রেডগুলি অন্তর্ভুক্ত করে স্ট্যান্ডার্ড iQOO ফ্ল্যাগশিপকে (iQOO 13) উন্নত করাকে অগ্রাধিকার দিতে পারে, যা সাধারণত Pro সংস্করণে অফার করা হয়।

Tags:    

Similar News