3000 টাকা দাম কমল এই 5G ফোনের, রয়েছে 8GB র‌্যাম এবং 66W ফাস্ট চার্জিংয়ের সুবিধা

Update: 2023-03-26 07:34 GMT

সাম্প্রতিক সময়ে Vivo-র সাব-ব্র্যান্ড iQOO-র ফোনগুলি বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভালো ক্যামেরা, স্টোরেজ, উন্নতমানের প্রসেসর ইত্যাদি ফিচারের জন্য প্রচুর মানুষ এই কোম্পানির হ্যান্ডসেট কিনছেন। সেক্ষেত্রে স্মার্টফোন ক্রেতাদের আরও সুবিধা করে দিতে এবার নিজের একটি মিড রেঞ্জার 5G স্মার্টফোনের দাম কমালো iQOO। সম্প্রতি সংস্থাটি, গত বছর ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া iQOO 9 SE মডেলের দাম ৩,০০০ টাকা কমিয়েছে। আগ্রহীরা ফোনটির বেস ভ্যারিয়েন্ট কেনার সময় কোনো অতিরিক্ত ডিসকাউন্ট ছাড়াই এই পরিবর্তন চাক্ষুষ করতে পারবেন। আসুন, এক নজরে দেখে নিই iQOO 9 SE ফোনের বর্তমান দাম এবং মূল স্পেসিফিকেশনগুলি।

৩,০০০ টাকা মূল্য হ্রাস: iQOO 9 SE-এর বর্তমান দাম, লভ্যতা

আইকো ৯ এসই ফোনটি ৮ জিবি + ১২৮ জিবি এবং ১২ জিবি + ২৫৬ জিবি দুটি স্টোরেজ অপশনে পাওয়া যায়। এখন, কোম্পানি ফোনের বেস স্টোরেজ ভ্যারিয়েন্ট অর্থাৎ ৮ জিবি + ১২৮ জিবি সংস্করণটির দাম ৩,০০০ টাকা কমিয়েছে। ফলত এখন এটি ৩৩,৯৯০ টাকার বদলে ৩০,৯৯০ টাকায় কেনা যাবে। নতুন দাম ইতিমধ্যে অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। এর সাথে আছে আরও কিছু অফারের সুবিধা। আপনারা এই অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে আইকো ৯ এসই ফোনটি স্পেস ফিউশন এবং সানসেট সিয়েরা – দুটি রঙে কিনতে পারবেন।

iQOO 9 SE-এর স্পেসিফিকেশন

আইকো ৯ এসই ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬২ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল) ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস ১৩০০ নিট। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দেওয়া হয়েছে; অন্যদিকে এটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা অফার করবে। পাওয়ার ব্যাকআপের জন্য হ্যান্ডসেটটির ইউজাররা পাবেন ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিসহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া সফ্টওয়্যার হিসেবে এই আইকো ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ্ ওএস ১২ ভার্সন মিলবে। এর সাথে ৫জি (5G) কানেক্টিভিটির সুবিধাও উপলব্ধ।

এক্ষেত্রে ফটোগ্রাফির জন্য আইকো ৯ এসই-তে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের মনোক্রোম ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এটিতে থাকবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর। শুধু তাই নয়, সুরক্ষার জন্য ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বহন করবে।

Tags:    

Similar News