iQOO Neo 7 5G: আইকো ভারতে লঞ্চ করল দমদার পারফরম্যান্স ও 64MP ক্যামেরার ফোন, দাম কত

By :  SUMAN
Update: 2023-02-16 10:01 GMT

আজ অর্থাৎ ১৬ই ফেব্রুয়ারি ভারতের বাজারে আত্মপ্রকাশ করলো iQOO Neo 7 5G। এটি গত বছরে আগত iQOO Neo 6 ফোনের উত্তরসূরি হিসাবে এদেশে এসেছে। ফলে এতে পূর্বসূরির তুলনায় একাধিক আপগ্রেডেড ফিচার বিদ্যমান থাকছে। যেমন এই হ্যান্ডসেটে - ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ ৫জি চিপসেট, ১২ জিবি পর্যন্ত র‌্যাম, গ্রাফাইট ৩ডি কুলিং সিস্টেম, ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সমর্থিত বড় ব্যাটারি পাওয়া যাবে। এছাড়া ভারী গেমিংয়ের জন্য ডিভাইসটিতে ২০ জিবি পর্যন্ত র‌্যাম এক্সপেনশন ফিচারও সাপোর্ট করবে। উল্লেখ্য, সদ্য আগত iQOO Neo 7 5G ফোনটি ২০২২ সালে ডিসেম্বরে চীনে লঞ্চ হওয়া iQOO Neo 7 SE -এর রিব্র্যান্ডেড সংস্করণ। চলুন iQOO আনীত নয়া স্মার্টফোনের বিক্রয় মূল্য, লভ্যতা ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক…

ভারতে আইকো নিও ৭ ৫জি -এর দাম ও লভ্যতা (iQOO Neo 7 5G price and Availability in India)

ভারতের বাজারে আইকো নিও ৭ ৫জি স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ২৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ আসা টপ-এন্ড বিকল্পটির দাম রাখা হয়েছে ৩৩,৯৯৯ টাকা। লভ্যতার কথা বললে, এটিকে আজ এই মুহূর্ত থেকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) থেকে ফ্রস্ট ব্লু ও ইন্টারস্টেলার ব্ল্যাক কালার বিকল্পে কিনে নেওয়া যাবে৷

সেল অফারের কথা বললে, ICICI, HDFC এবং SBI ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে ফ্লাট ১,৫০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। আবার ২,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত এক্সচেঞ্জ অফার এবং নয় মাস পর্যন্ত বৈধতাসম্পন্ন নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধাও উপলব্ধ থাকছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে চীনের বাজারে লঞ্চ হওয়া iQOO Neo 7 SE ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,০৯৯ ইউয়ান (প্রায় ২৪,৮০০ টাকা) ধার্য করা হয়েছিল। আর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ সহ আসা টপ-অফ-দ্য-লাইন মডেলটির দাম ছিল ২,৮৯৯ ইউয়ান (প্রায় ২৪,২০০ টাকা)।

আইকো নিও ৭ ৫জি -এর স্পেসিফিকেশন (iQOO Neo 7 5G specifications)

ডুয়েল সিমের (ন্যানো) আইকো নিও ৭ ৫জি স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে - ২০:৯ এসপেক্ট রেশিও, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,২০০ হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট,৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১,৩০০ নিট পিক ব্রাইটনেস, ৩৮৮ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ৯৩.১১% স্ক্রীন-টু-বডি রেশিও অফার করে। পারফরম্যান্সের জন্য এতে মালি জি৬১০ জিপিইউ সহ ৪ এনএম প্রসেসিং নোড ভিত্তিক অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ ৫জি প্রসেসর রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিন দ্বারা চালিত। এই ডিভাইসে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি UFS3.1 ইনবিল্ট স্টোরেজ মিলবে। আবার গেমিং পারফরম্যান্স বাড়ানোর জন্য উক্ত ফোনটি অতিরিক্তভাবে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এক্সপেনশন ফিচার সাপোর্ট করে। আর নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

গেম সম্পর্কে উৎসাহী ব্যক্তিদের জানিয়ে রাখি, ভারী গেমিং সেশনের সময় তাপ ব্যবস্থাপনার জন্য iQOO Neo 7 5G ফোনে গ্রাফাইট ৩ডি (3D) কুলিং সিস্টেম বিদ্যমান, যার সার্ফেস এরিয়া বা পৃষ্ঠের ক্ষেত্রফল ৭,৫১৮ মিমি। এই কুলিং সিস্টেম স্পিড কন্ট্রোল ফিচার সহ এসেছে, যা ব্যবহারকারীদের গেমিংয়ের সময় টাচ রিকোগনিশন সামঞ্জস্য করতে দেয়।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, iQOO Neo 7 5G স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল - OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) ও এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই রিয়ার ক্যামেরাগুলি বিভিন্ন ভিডিও এবং ফটোগ্রাফি ফিচার সমর্থন করে, যথা - পোর্ট্রেট, নাইট, ম্যাক্রো, টাইম-ল্যাপস ফটোগ্রাফি, স্লো মোশন, প্যানোরামা এবং ডুয়াল-ভিউ ভিডিও। আবার আলোচ্য মডেলটি ভ্লগ মুভি ২.০ নামক একটি বিশেষ ফিচারও অফার করে, যা ভ্লগ তৈরি করতে এবং পাঠাতে সাহায্য করবে ব্যবহারকারীদের।

ডিভাইসের কানেক্টিভিটি বিকল্পের মধ্যে সামিল রয়েছে - ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, OTG, NFC, GPS এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। সেন্সর হিসাবে এতে পাওয়া যাবে - অ্যাক্সেলেরোমিটার, ই-কম্পাস, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo 7 5G ফোনে ১২০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি ডিভাইসকে মাত্র ১০ মিনিটের মধ্যে ৫০% পর্যন্ত চার্জ করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। প্লাস্টিক বিল্ডের সাথে আসা এই হ্যান্ডসেটের পরিমাপ ১৬৪.৮১x৭৬.৯x৮.৫ মিমি এবং ওজন ১৯৩ গ্রাম।

Tags:    

Similar News