Snapdragon 8 Gen 1 চিপের শক্তি নিয়ে দেশে আসছে iQOO Neo 7 Pro 5G, লঞ্চ হতে আর বেশি দেরি নেই

Update: 2023-05-30 04:06 GMT

আইকো খুব শীঘ্রই তাদের Neo সিরিজের অধীনে একটি নতুন মডেল বাজারে লঞ্চ করবে, যার নাম iQOO Neo 7 Pro 5G। সাম্প্রতিক বেশ কিছু রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, I2217 মডেল নম্বর যুক্ত যে নতুন আইকো ফোনটির আগে iQOO Neo 7T 5G বাণিজ্যিক নামের সাথে বাজারে আসার কথা ছিল, সেটিই আসন্ন Neo 7 Pro 5G হতে পারে৷ এই ডিভাইসটি এখন গিকবেঞ্চ ৬ (Geekbench 6) বেঞ্চমার্কিং ডেটাবেসে উপস্থিত হয়েছে, যার তালিকাটি এর কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

iQOO Neo 7 Pro 5G-কে দেখা গেল Geekbench 6-এর ডেটাবেসে

গিকবেঞ্চ ৬ (Geekbench 6)-এর তালিকা অনুযায়ী, আইকো নিও ৭ প্রো মডেলটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে। যদিও, তালিকায় প্রসেসরের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে জানানো হয়েছে যে, এই অক্টা-কোর চিপটির চারটি কোর ১.৮০ গিগাহার্টজে রান করে, তিনটি কোর ২.৫০ গিগাহার্টজে চলে এবং প্রাইম কোরটির ক্লক স্পিড ৩.০ গিগাহার্টজ। আর এই তথ্যগুলিই আইকো নিও ৭ প্রো-এ উল্লেখিত চিপসেটটি উপস্থিতির বিষয়ে নিশ্চিত করে।

এছাড়াও, গিকবেঞ্চ তালিকাটি প্রকাশ করেছে যে, সম্ভাব্য আইকো নিও ৭ প্রো ৮ জিবি র‍্যাম অফার করবে, তবে লঞ্চের সময় এর অন্যান্য র‍্যাম সংস্করণও বাজারে আসতে পারে। এই ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে বলে তালিকা উল্লেখ করা হয়েছে, যার ওপর ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) কাস্টম স্কিনের স্তর থাকতে পারে। আইকো নিও ৭ প্রো গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ১,৫৭২ পয়েন্ট এবং ৪,০০০ পয়েন্ট স্কোর করেছে।

জানিয়ে রাখি, আইকো গত কয়েক মাসে চীনে দুটি স্মার্টফোন লঞ্চ করেছে - iQOO Neo 8 এবং iQOO Neo 7 Racing Edition। উভয় মডেলই স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ দ্বারা চালিত। iQOO Neo 7 Pro সম্ভবত এই দুই মডেলের কোনও একটির রিব্র্যান্ডেড ভ্যারিয়েন্ট। ডিভাইসটি জুনের শেষ নাগাদ ভারতের বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক রিপোর্টগুলি থেকে জানা যাচ্ছে যে, iQOO Neo 7 Pro-এর ভারতীয় সংস্করণটি ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ৮ জিবি / ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২০ ওয়াট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। Neo 7 Pro-এর দাম ভারতে ৩০,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকার মধ্যে থাকতে পারে।

Tags:    

Similar News