জল্পনার অবসান! iQOO Neo 7 Pro 5G এই তারিখে ১৬ জিবি র‌্যাম ও দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে

Update: 2023-06-10 06:05 GMT

গত কয়েকদিন ধরে, আইকো (iQOO) ভারতীয় বাজারে iQOO Neo 7 Pro 5G স্মার্টফোনটির আগমন নিয়ে একাধিক টিজার প্রকাশ করছে৷ আর এবার, আইকো ইন্ডিয়ার সিইও (CEO) নিপুন মারিয়া iQOO Neo 7 Pro 5G লঞ্চের তারিখ নিশ্চিত করতে একটি টুইট করেছেন। এই ডিভাইসটি আগামী মাসের শুরুতেই আনুষ্ঠানিকভাবে বাজারে পা রাখতে চলছে। প্রসঙ্গত, স্ট্যান্ডার্ড iQOO Neo 7 5G গত ফেব্রুয়ারিতে ভারতের বাজারে MediaTek Dimensity 8200 চিপসেটের সাথে আত্মপ্রকাশ করেছে। আর এখন ব্র্যান্ডটি জুলাই মাসে এর Pro সংস্করণটি চালু করতে চলেছে।

প্রকাশ্যে এল iQOO Neo 7 Pro 5G লঞ্চের তারিখ

আইকো-এর চিফ এক্সিকিউটিভ অফিসার নিপুন মারিয়া তার একটি টুইটে নিশ্চিত করেছেন যে, নতুন আইকো নিও ৭ প্রো ৫জি ফোনটিকে আগামী ৪ জুলাই ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। যদিও লঞ্চের তারিখ ছাড়া, ফোনটির বিষয়ে এর বেশি কোনও তথ্য প্রকাশ করেননি সিইও। তবে ইতিমধ্যেই বিভিন্ন সূত্র মারফৎ ডিভাইসটির সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। যেমন গিকবেঞ্চ (Geekbench) তালিকার পাশাপাশি অন্যান্য রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, নিও ৭ প্রো ৫জি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটের একটি আন্ডারক্লকড সংস্করণ দ্বারা চালিত হবে।

এখনও পর্যন্ত, কোম্পানি আইকো নিও ৭ প্রো ৫জি-এর স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। তবে, কিছু টিজার যা আনুষ্ঠানিকভাবে রোল আউট করা হয়েছে তা নিশ্চিত করে যে, ডিভাইসটির সামনে একটি পাঞ্চ-হোল স্ক্রিন থাকবে এবং এটি একটি নতুন অরেঞ্জ শেডে আসতে পারে। টিজারগুলি আরও ইঙ্গিত দেয় যে, নিও ৭ প্রো ৫জি গত ডিসেম্বর মাসে চীনের বাজারে লঞ্চ হওয়া আইকো নিও ৭ রেসিং সংস্করণের একটি রিব্যাজড সংস্করণ হতে পারে।

iQOO Neo 7 Pro 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

iQOO Neo 7 Pro 5G-তে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই ফোনটি স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১-এর আন্ডারক্লকড সংস্করণ দ্বারা চালিত হবে, যা ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) ইউজার ইন্টারফেসে রান করবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, iQOO Neo 7 Pro 5G-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Neo 7 Pro 5G-তে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। এছাড়াও, নিরপত্তার জন্য এতে মিলবে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। মূল্যের ক্ষেত্রে, এদেশে Neo 7 Pro 5G-এর দাম ৩৫,০০০ টাকার কাছাকাছি রাখা হবে এবং এটি দুটি কালার অপশনে বাজারে আসবে - পপ অরেঞ্জ ও ইন্টারস্টেলার ব্ল্যাক।

Tags:    

Similar News