বড় বড় গেম অনায়াসে খেলা যাবে, গরমও হবে না সহজে, iQOO-র নয়া গেমিং স্মার্টফোনে চমক

Update: 2023-06-18 05:00 GMT

আইকো ভারতে Neo 7 Pro 5G ফোনের অফিসিয়াল লঞ্চের তারিখ হিসাবে ৪ জুলাই দিনটিকে নির্ধারণ করেছে৷ ইতিমধ্যেই Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট সহ স্মার্টফোনটির বিভিন্ন বৈশিষ্ট্য সামনে আনা শুরু করেছে সংস্থা৷ আর এখন iQOO Neo 7 Pro 5G-এর আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং স্কোর ফাঁস হয়েছে। পারফরম্যান্সের দিক থেকে কেমন হতে চলেছে iQOO Neo সিরিজের এই নয়া মডেলটি, আসুন জেনে নেওয়া যাক।

iQOO Neo 7 Pro 5G আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং সাইটে ব্যাপক স্কোর পেয়েছে

টিপস্টার মুকুল শর্মা আগামী ৪ জুলাই ভারতে লঞ্চ হতে চলা আইকো নিও ৭ প্রো-এর আনটুটু বেঞ্চমার্ক স্কোর প্রকাশ করেছেন। ডিভাইসটি সেখানে ১৩,১৬,৫১৪-এর একটি অসাধারণ স্কোর অর্জন করেছে। আনটুটু স্কোর দেখে, এটা বলাই যায় যে এতে অনায়াসেই ভারী গেম চালানো যাবে। স্ট্রেস পরীক্ষার সময় সিপিইউ-এর তাপমাত্রা সর্বাধিক ৩৮.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। ফলে তাপের দিকটিও এই ফোনে বেশ ভারসাম্যপূর্ণ হবে বলে মনে হচ্ছে। শোনা যাচ্ছে, এদেশে আইকো নিও ৭ প্রো-এর দাম ৪০,০০০ টাকার নীচে থাকবে। যদি এটি সত্যি হয়, তাহলে ভারতীয় গ্রাহকরা সম্ভবত আইকোর পক্ষ থেকে একটি নতুন মিড-রেঞ্জ গেমিং চ্যাম্পিয়ন উপহার পেতে পারেন।

iQOO Neo 7 Pro 5G: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আইকো নিও ৭ প্রো ফোনটি চীনে উপলব্ধ আইকো নিও ৭ রেসিং এডিশনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে ভারতে আসতে চলেছে। তাই এতে ফুলএইচডি+ রেজোলিউশন সহ একটি বড় ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত ডিভাইসটি সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অফার করবে। এটি দুটি কালার অপশনে পাওয়া যাবে - পপ অরেঞ্জ এবং ইন্টারস্টেলার ব্ল্যাক।

iQOO Neo 7 Pro 5G-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Neo 7 Pro 5G-তে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। নিরাপত্তার জন্য, এই ফোনে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ মোবাইল সফটওয়্যারে রান করবে।

Tags:    

Similar News