১৬ জিবি র‌্যামের সাথে দুর্দান্ত ক্যামেরা, লঞ্চ হল iQOO Neo 7 Racing Edition ফ্ল্যাগশিপ কিলার, দাম দেখে নিন

By :  techgup
Update: 2022-12-29 16:47 GMT

স্মার্টফোন ব্র্যান্ড আইকো আজ তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন iQOO Neo 7 Racing Edition লঞ্চ করল। আপাতত চীনের বাজারে ফোনটি আত্মপ্রকাশ করেছে। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট এবং ১৬ জিবি পর্যন্ত র‌্যাম। আবার iQOO Neo 7 Racing Edition ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। এছাড়া এই ফোনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আসুন iQOO Neo 7 Racing Edition এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

আইকো নিও ৭ রেসিং এডিশন দাম (iQOO Neo 7 Racing Edition Price)

আইকো নিও ৭ রেসিং এডিশন চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ফোনটির ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,৭৯৯ ইউয়ান, যা প্রায় ৩৩,০০০ টাকার সমান, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,৯৯৯ ইউয়ান, যা প্রায় ৩৫,৭০০ টাকা। আবার এর ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩,২৯৯ ইউয়ান, যা ভারতীয় মূল্যে প্রায় ৩৭,৭০০ টাকা এবং ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,৫৯৯ ইউয়ান, যা প্রায় ৪২,৮০০ টাকা। এটি জিওমেট্রিক ব্ল্যাক, ইম্প্রেশন ব্লু এবং পপ অরেঞ্জ কালারে এসেছে।

আইকো নিও ৭ রেসিং এডিশন স্পেসিফিকেশন ও ফিচার (iQOO Neo 7 Racing Edition Specifications, Features)

আইকো নিও ৭ রেসিং এডিশন আসলে আইকো নিও ৭ এর আপগ্রেড ভার্সন হিসেবে এসেছে। এতে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া রয়েছে, যা (১০৮০ x ২৪০০ পিক্সেল) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৫০০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে।এতে প্রো + ডিসপ্লে চিপ রয়েছে, যা ফ্রেম রেট ইন্টারপোলেশন, ইমেজ রেন্ডারিংয়ের মতো বৈশিষ্ট্যগুলি সরবরাহ করে। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। ফোনটি ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, iQOO Neo 7 Racing Edition এর পিছনে তিনটি ক্যামেরা সেন্সর উপস্থিত। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি Samsung GN5 সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, iQOO Neo 7 Racing Edition ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিনওএস ৩.০ কাস্টম স্কিনে রান করে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৫.৩, ওটিজি, এনএফসি, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।

Tags:    

Similar News