মিড রেঞ্জে পাওয়া যাবে প্রিমিয়াম ফিচার, iQOO 11 সিরিজের সাথে বাজারে আসছে iQOO Neo 7 SE

Update: 2022-11-03 08:28 GMT

প্রখ্যাত টেক ব্র্যান্ড আইকো (iQOO) বর্তমানে তাদের "নেক্সট জেনারেশন" iQOO 11 ফ্ল্যাগশিপ সিরিজটি বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তবে, সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই লাইনআপটির পাশাপাশি কোম্পানি আপকামিং iQOO Neo 7 SE মডেলটির ওপরও কাজ করছে। আর এখন এক জনপ্রিয় টিপস্টার এই নতুন আইকো ডিভাইসটির লঞ্চের টাইমলাইন প্রকাশ করেছেন। মনে করা হচ্ছে, Neo 7 SE-ও iQOO 11 সিরিজের পাশাপাশি বাজারে পা রাখতে পারে। চলুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

iQOO Neo 7 SE বাজারে আসছে আগামী মাসেই

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন তার সাম্প্রতিক ওয়েইবো (Weibo) পোস্টে দাবি করেছেন যে, আইকো নিও ৭ এসই ডিসেম্বরের শেষের দিকে লঞ্চ হবে। এছাড়াও, তিনি ইঙ্গিত দিয়েছেন যে ডিভাইসটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। সম্প্রতি, V2238A মডেল নম্বর সহ একটি ভিভো ফোন চায়না কম্পালসারি সার্টিফিকেশন বা ৩সি (3C) কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হয়েছে৷ আর যখন এটিকে সার্টিফিকেশন সাইটের তালিকায় দেখা গিয়েছিল, তখন মনে করা হয়েছিল এটি ভিভো এক্স৯০ সিরিজের হ্যান্ডসেট। তবে, ডিজিট্যাল চ্যাট স্টেশন প্রকাশ করেছেন যে V2238A হল আসন্ন আইকো নিও ৭ এসই। প্রকৃতপক্ষে, এই মডেলটিকে চীনের ৩সি সার্টিফিকেশনের ডেটাবেসে একটি ১২০ ওয়াটের চার্জারের সাথেই দেখা গেছে।

প্রসঙ্গত, আইকো চলতি বছরের শেষের দিকে আইকো ১১ সিরিজটি বাজারে লঞ্চ করবে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি, গত বছর ডিসেম্বরে কোম্পানি আইকো নিও ৬-এর পাশাপাশি আইকো নিও ৬ এসই মডেলটি উন্মোচন করেছিল। তবে যেহেতু তারা ইতিমধ্যেই চীনে আইকো নিও ৭ লঞ্চ করেছে, তাই সম্ভাবনা রয়েছে যে এসই মডেলটি আইকো ১১ লাইনআপের পাশাপাশি বাজারে লঞ্চ হতে পারে।

আইকো নিও ৭ এসই-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - iQOO Neo 7 SE Expected Specifications

একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, iQOO Neo 7 SE-তে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮-সিরিজের চিপসেট দ্বারা চালিত হবে এবং এটি ৮ জিবি / ১২ জিবি র‍্যামের সাথে আসবে। ফটোগ্রাফির জন্য, Neo 7 SE-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির ব্যবহার করা হবে। উল্লেখযোগ্যভাবে, Neo 7 SE ভারতীয় বাজারে iQOO Neo 7 5G নামের সাথে লঞ্চ হবে।

Tags:    

Similar News