লঞ্চ শীঘ্রই, iQOO Neo 7 SE কতটা ভাল মাল্টি টাস্কিং করতে পারবে? ইঙ্গিত মিলল এখনই

Update: 2022-11-23 09:05 GMT

গত অক্টোবরের শেষের দিকে ভিভো (Vivo) অধীনস্থ স্মার্টফোন ব্র্যান্ড আইকো তাদের Neo সিরিজের অধীনে লেটেস্ট iQOO Neo 7 হ্যান্ডসেটটি লঞ্চ করেছে। আর স্ট্যান্ডার্ড মডেলটির লঞ্চের পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, এই সিরিজের অধীনে আরও দুটি নতুন মডেল বাজারে আনার পরিকল্পনা করছে সংস্থা। এগুলি হল- iQOO Neo 7s এবং Neo 7 SE। তারমধ্যে, শীর্ষস্থানীয় ফিচারের সাথে "SE" খুব শীঘ্রই বাজারে পা রাখবে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই, এই ফোনটি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) সাইটের অনুমোদন লাভ করেছে। আর এখন এটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মেও স্পট করা গেছে। তাহলে চলুন আসন্ন লঞ্চের আগে iQOO Neo 7 SE সম্পর্কে কি কি তথ্য সামনে এল, চলুন দেখে নেওয়া যাক।

iQOO Neo 7 SE -কে দেখা গেল গিকবেঞ্চের সাইটে

V2238A মডেল নম্বরের সাথে নতুন আইকো নিও ৭ এসই মডেলটি জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। সাইটের তালিকাটি থেকে জানা গেছে যে, এই আইকো হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ৩.১ গিগাহার্টজের সর্বোচ্চ ক্লক স্পিড অফার করবে। এছাড়াও, এতে তিনটি পারফরম্যান্স কোর রয়েছে যা ৩.০ গিগাহার্টজে ক্লক করা হয়েছে এবং ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি এফিসিয়েন্সি কোরও রয়েছে।

এছাড়া, গিকবেঞ্চের তালিকাটি আইকো নিও ৭ এসই-এর সাথে সম্পর্কিত আরও কয়েকটি আকর্ষণীয় বিবরণ প্রকাশ করেছে। জানা যাচ্ছে, এই আইকো ফোনটি ১২ জিবি র‍্যাম অফার করবে, তবে এটি ৮ জিবি র‍্যামের সাথেও লঞ্চ হতে পারে। স্টোরেজের ক্ষেত্রে, নিও ৭ এসই-তে সম্ভবত ১২৮ জিবি বা ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। আইকো নিও ৭ এসই মডেলটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিন ওএস (Origin OS) বা ফানটাচ ওএস (Funtouch OS) কাস্টম স্কিনে রান করবে।

বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, iQOO Neo 7 SE গিকবেঞ্চ ৫ (Geekbench 5)-এর সিঙ্গেল কোর টেস্টে ৯৯১ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ৩,৭৩৩ পয়েন্ট অর্জন করেছে। পূর্ববর্তী রিপোর্টের ওপর ভিত্তি করে বলা যায়, Neo 7 SE একটি বড় ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Neo 7 SE মডেলটি ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দ্বারা চালিত হবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Tags:    

Similar News