মিড রেঞ্জে ফ্ল্যাগশিপের স্বাদ দেবে iQOO Neo 7, আসছে ১২ জিবি র‍্যাম ও ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসরের সাথে

Update: 2022-10-10 18:02 GMT

উঠতি স্মার্টফোন ব্র্যান্ড আইকো চলতি অক্টোবরেই চীনে নতুন iQOO Neo 7 হ্যান্ডসেটটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ফোনটি সম্ভবত ২০-২১ অক্টোবর নাগাদ দেশীয় বাজারে আত্মপ্রকাশ করবে। কিন্তু অফিসিয়াল লঞ্চের আগে ইতিমধ্যেই এই ডিভাইসটির সম্পর্কে অনেক তথ্যই প্রকাশ্যে এসেছে। আর এখন, Neo 7-কে Dimensity 9000+ প্রসেসর এবং ১২ জিবি র‍্যাম সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে খুঁজে পাওয়া গেছে। আসুন গিকবেঞ্চ লিস্টিংটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

iQOO Neo 7-কে দেখা গেল Geekbench-এর ডেটাবেসে

ন্যাশভিল চ্যাটার-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, V2231A মডেল নম্বর সহ একটি আইকো স্মার্টফোন গিকবেঞ্চ (Geekbench) ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। পূর্ববর্তী রিপোর্টগুলির ওপর ভিত্তি করে বলা যায়, এই মডেল নম্বরটি আসন্ন আইকো নিও ৭-এর সাথে যুক্ত। গিকবেঞ্চ তালিকাটি প্রকাশ করেছে যে, এই হ্যান্ডসেটে একটি অক্টা-কোর চিপসেট থাকবে, যার চারটি কোর ১.৮০ গিগাহার্টজে রান করে এবং তিনটি কোর ২.৮৫ গিগাহার্টজে চলে। আর প্রাইমারি কোরটির সর্বোচ্চ ক্লক স্পিড হল ৩.২০ গিগাহার্টজ। এছাড়া, এতে k6983v1_64 মাদারবোর্ডটিও রয়েছে। তালিকায় উল্লেখিত এইসকল তথ্যগুলি নির্দেশ করে যে, আসন্ন নিও ৭ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর দ্বারা চালিত হবে।

এছাড়া গিকবেঞ্চ তালিকা অনুযায়ী, আইকো নিও ৭-এ ১২ জিবি র‍্যাম পাওয়া যাবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ইউজার ইন্টারফেসে রান করবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, এই নয়া আইকো হ্যান্ডসেটটি সিঙ্গেল-কোর টেস্টে ১,২৩১ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৪,২৫১ পয়েন্ট স্কোর করেছে। তবে, এগুলি ছাড়া গিকবেঞ্চ তালিকাটি স্মার্টফোনটির সম্পর্কে আর কোনও বিবরণ প্রকাশ করেনি।

প্রসঙ্গত, সাম্প্রতিক কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে, iQOO Neo 7-এর Pro ভ্যারিয়েন্টটি ২কে (2K) রেজোলিউশন যুক্ত ই৬ অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে সহ আসবে, যা উচ্চতর ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এতে সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এছাড়াও, ডিভাইসটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলেও আশা করা হচ্ছে।

যদিও, বেস ভ্যারিয়েন্টে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকবে বলে জানা গেছে। এতে সম্ভবত ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর ক্যামেরাগুলির ক্ষেত্রে, iQOO Neo 7-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ভি প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ১২ মেগাপিক্সেলের পোট্রেট টেলিফটো লেন্স দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা ইউনিট দেখা যাবে।

Tags:    

Similar News