iQOO পাওয়ারফুল প্রসেসর দিয়ে দুটি নতুন ফোন বাজারে আনছে, লঞ্চের আগেই ফাঁস তথ্য

Update: 2022-11-16 05:45 GMT

গত মাসে ভিভো (Vivo)-এর অধীনস্থ স্মার্টফোন ব্র্যান্ড আইকো তাদের লেটেস্ট iQOO Neo 7 হ্যান্ডসেটটি লঞ্চ করেছে। আবার সংস্থাটি এখন বাজারে দুটি নতুন Neo 7 সিরিজের স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে। এই হ্যান্ডসেটগুলি iQOO Neo 7S এবং iQOO Neo 7 SE নামে বাজারে আত্মপ্রকাশ করতে পারে। যা ডিসেম্বরে বাজারে আনবে বলে মনে করা হচ্ছে। চীনা বিস্তারিতভাবে কিছু না বললেও, আসন্ন ফোনদ্বয়ের একটি লাইভ ইমেজ অনলাইনে ফাঁস হয়েছে, যা iQOO Neo 7S-এর কয়েকটি মূল স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছে। চলুন এগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

ফাঁস হল iQOO Neo 7 সিরিজের দুই নয়া ফোনের লাইভ ইমেজ

টিপস্টার আনভিন আইকো নিও ৭এস এবং আইকো নিও ৭এসই-এর লাইভ ইমেজ অনলাইনে শেয়ার করেছেন। মনে করা হচ্ছে আইকো নিও ৭এস ফোনে নিও ৭এসই-এর থেকে একটু বড় ডিসপ্লে রয়েছে। এছাড়া, টিপস্টার উল্লেখ করেছেন যে, আইকো নিও ৭এস-এর মডেল নম্বর V2232A, যেখানে আইকো নিও ৭এসই-এর মডেল নম্বর V2238A বলে জানা গেছে। এই আইকো স্মার্টফোনগুলি ডিসেম্বর মাসে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে৷

প্রসঙ্গত, ফাঁস হওয়া ছবিটি থেকে এও অনুমান করা হচ্ছে যে, আইকো নিও ৭এস কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ ফ্ল্যাগশিপ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যার ক্লক স্পিড ৩.২ গিগাহার্টজ। এতে ১৬ জিবি ফিজিক্যাল র‍্যাম এবং ৮ জিবি ভার্চুয়াল মেমরি থাকবে বলেও মনে করা হচ্ছে। এছাড়াও নিও ৭এস-এ ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে।

এছাড়াও টিপস্টার উল্লেখ করেছেন যে, iQOO Neo 7 SE মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট দ্বারা চালিত হতে পারে। এটি সম্ভবত ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, এই স্মার্টফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকতে পারে। ফোনটিতে ৮ জিবি / ১২ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে জানা গেছে।

উল্লেখ্য, iQOO Neo 7 SE অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে আসতে পারে। শোনা যাচ্ছে যে, পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে।

Tags:    

Similar News