বাম্পার ডিসকাউন্টে কিনুন 120Hz ডিসপ্লে ও 5000mAh ব্যাটারির 5G ফোন

By :  SUPARNA
Update: 2022-11-21 08:18 GMT

আপনি যদি কম বাজেটে একটি শক্তিশালী ফিচার-সমৃদ্ধ 5G স্মার্টফোনের খোঁজ করে থাকেন, তাহলে এটাই খরিদ্দারীর সঠিক সময়। দেখতে গেলে ভারতীয় ইলেকট্রনিক্স বাজারে দুর্দান্ত পারফরম্যান্স অফারকারী একাধিক 5G-এনাবল স্মার্টফোন রয়েছে, কিন্তু সেগুলির দাম খুবই বেশি। তবে প্রিমিয়াম ডিভাইস নির্মাতা iQOO এর একটি 5G হ্যান্ডসেটকে বর্তমানে লোভনীয় অফারের সাথে তুলনায় সস্তায় তালিকাভুক্ত করা হয়েছে Amazon-এ৷ গত ১৬ই মার্চ আত্মপ্রকাশ করা iQOO Z6 5G ফোনকে আলোচ্য ই-কমার্স সাইটে 'ডিল অফ দ্য ডে' অফারের অধীনে প্রায় ৫,৫০০ টাকা ডিসকাউন্টের সাথে সীমিত সময়ের জন্য বিক্রি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আপনি যদি এই ডিলের ফায়দা তুলতে চান, তবে আর দেরি না করে এক্ষুনি Amazon -এর অন্দরে ঢুঁ মারা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

অ্যামাজনে iQOO Z6 5G স্মার্টফোনের সাথে উপলব্ধ অফারের বিশদ

ভারতে আইকো জেড৬ ৫জি ফোনের ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ১৯,৯৯০ টাকা। তবে এখন ই-কমার্স সাইট অ্যামাজনে এই ডিভাইসটিকে ফ্লাট ৪,৪৯১ টাকা ডিসকাউন্ট সহ মাত্র ১৫,৪৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। অন্যান্য অফারের কথা বললে, কয়েকটি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে চেকআউটের সময় পেমেন্ট করলে ক্রেতারা ধার্য মূল্যের উপর আরো ১,০০০ টাকার ছাড়ও পেয়ে যাবেন। যারপর এটিকে ১৪,৪৯৯ টাকায় কেনা যাবে।

জানিয়ে রাখি, আলোচ্য আইকো ফোনটির ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকেও ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে, এগুলিকে সীমিত সময়ের জন্য যথাক্রমে ১৬,৯৯৯ টাকা ও ১৭,৯৯৯ টাকা মূল্যে বিক্রি করা হবে। আর বেস-ভ্যারিয়েন্টের ন্যায় এগুলিও সাথেও অনুরূপ ব্যাঙ্ক কার্ড অফার প্রযোজ্য থাকছে। আইকো জেড৬ ৫জি -কে ক্রোমাটিক ব্লু ও ডায়নামিক ব্লু কালার অপশনে বেছে নেওয়া যাবে।

iQOO Z6 5G -এর স্পেসিফিকেশন

আইকো জেড৬ ৫জি ফোনে একটি ৬.৫৮-ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৮ জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ এসেছে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

ছবি তোলার জন্য iQOO Z6 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL JN1 প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার ও ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা। যদিও ৪ জিবি ভ্যারিয়েন্টে বোকেহ ক্যামেরা পাওয়া যাবে না। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/২.০ লেন্স সহ ১৬ মেগাপিক্সেল Samsung 3P9 ফ্রন্ট ক্যামেরা সেন্সর উপস্থিত।

ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে - 5G, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক। পাওয়ার ব্যাকআপের জন্য আইকো আনীত এই হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Tags:    

Similar News