iQOO Z6 Lite 5G: নয়া প্রসেসর ও 120Hz ডিসপ্লে সহ 14 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে নতুন আইকো ফোন

Update: 2022-09-05 19:10 GMT

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইকো বর্তমানে তাদের Z-সিরিজে অন্তর্ভুক্ত লেটেস্ট iQOO Z6 Lite 5G ফোনটি শীঘ্রই বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সেই মতো আজ অ্যামাজন (Amazon)-এ আসন্ন হ্যান্ডসেটটির একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে, যা প্রকাশ করেছে যে, এটি ভারতে আগামী ১৪ সেপ্টেম্বর লঞ্চ করা হবে। মাইক্রোসাইটটি iQOO Z6 Lite 5G-এর কিছু মূল স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। আপকামিং আইকো ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এই ফোনটি একটি অনির্দিষ্ট Qualcomm Snapdragon 4 সিরিজের প্রসেসর দ্বারা চালিত হবে, যার নামটি আগামী ৭ সেপ্টেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থা। এছাড়া, মাইক্রোসাইট অনুসারে iQOO Z6 Lite 5G-এর আরও কিছু স্পেসিফিকেশন আগামী ৮ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।

Amazon-এ লাইভ হল iQOO Z6 Lite 5G-এর মাইক্রোসাইট

জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন (Amazon)-এ প্রকাশিত আইকো জেড৬ লাইট ৫জি-এর মাইক্রোসাইটটি অনুযায়ী, ফোনটি ১৪ সেপ্টেম্বর ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে। এর লঞ্চের তারিখ ছাড়াও, মাইক্রোসাইটটি ফোনটির কিছু স্পেসিফিকেশন নিশ্চিত করে। নতুন আইকো হ্যান্ডসেটটি "ডুয়েল ৫জি এক্সপেরিয়েন্স" প্রদান করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে, যা নির্দেশ করে যে, এটি একটি ডুয়েল-সিম ৫জি হ্যান্ডসেট হবে।

এছাড়া, মাইক্রোসাইটে নিশ্চিত করা হয়েছে যে, আইকো জেড৬ লাইট ৫জি-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে দেখা যাবে। এটি অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দ্বারা চালিত হবে। ভিভোর সাব-ব্র্যান্ডটি ৭ সেপ্টেম্বর প্রসেসরের নামটি প্রকাশ করবে। আর ৮ সেপ্টেম্বর, কোম্পানি ক্যামেরা ফিচার সহ জেড৬ লাইট ৫জি-এর আরও কিছু স্পেসিফিকেশন টিজ করবে।

তবে, অ্যামাজনের মাধ্যমে শেয়ার করা ফোনের রেন্ডারগুলি থেকে জানা যায় যে, iQOO Z6 Lite 5G-এ এলইডি ফ্ল্যাশ সহ একটি ট্রিপল রিয়ার এআই ক্যামেরা সেটআপ থাকবে। রিয়ার ক্যামেরা মডিউলটি প্যানেল থেকে বাইরের দিকে কিছুটা বেরিয়ে থাকবে। আর, ফোনের সামনে সেলফি ক্যামেরার জন্য একটি ওয়াটার ড্রপ-স্টাইল নচ দেখা যাবে। কোম্পানি এখনও ভারতের বাজারে ফোনটির দাম প্রকাশ করেনি।

উল্লেখ্য, সম্প্রতি একটি সূত্র মারফৎ জানা গেছে যে, iQOO Z6 Lite 5G কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪-সিরিজের একটি প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যা মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেটের সমতুল্য হবে। এছাড়া, পূর্বের একটি রিপোর্ট অনুসারে, iQOO Z6 Lite 5G-কে একটি স্মার্টফোনের ফার্মওয়্যার ডেটে Vivo I2208 মডেল নম্বরের সাথে দেখা গেছে। আর এই একই মডেল নম্বরের সাথে স্মার্টফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর অনুমোদনও লাভ করেছে।

Tags:    

Similar News