১৫ হাজার টাকার কমে ১২ জিবি র্যাম, এই 5G ফোন কিনবেন নাকি
গত মাসে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইকো (iQOO) ভারতীয় বাজারে iQOO Z6 Lite 5G হ্যান্ডসেটটি লঞ্চ করেছে। এই ডিভাইসটি Qualcomm Snapdragon 4 Gen 1 চিপসেট দ্বারা চালিত প্রথম স্মার্টফোন হিসাবে আত্মপ্রকাশ করেছে। চিপসেট ছাড়াও ফোনটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর হাই রিফ্রেশ রেট এবং হাই-রেজোলিউশনের ডিসপ্লে প্যানেল যা এটিকে লো-মিড-রেঞ্জে বেশ আকর্ষণীয় একটি গেমিং স্মার্টফোন করে তুলেছে। এছাড়া, ডিভাইসটিতে Extended RAM 2.0 (ভার্চুয়াল র্যাম) প্রযুক্তিটিও রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা Z6 Lite 5G-এর সর্বাধিক ৬ জিবি র্যামের সাথে অতিরিক্ত ২ জিবি র্যাম পেতে পারেন। আর এখন, ব্র্যান্ডটি তাদের এই হ্যান্ডসেটের জন্য একটি আপডেট নিয়ে এসেছে, যা Z6 Lite 5G-এর ভার্চুয়াল র্যাম ক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। চলুন এসম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
iQOO Z6 Lite 5G-এর লেটেস্ট আপডেটে বাড়বে ফোনের ভার্চুয়াল র্যাম ক্ষমতা
আইকোর তরফে সম্প্রতি নিশ্চিত করা হয়েছে যে, জেড৬ লাইট ৫জি হ্যান্ডসেটের নতুন আপডেটের সাথে এক্সটেন্ডেড র্যাম ৩.০ সংস্করণটি পাওয়া যাবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা এই ফোনের ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টের ক্যাপাসিটি আরও ৬ জিবি বাড়াতে পারবেন এবং এর ৪ জিবি মডেলে অতিরিক্ত ৪ জিবি ভার্চুয়াল র্যাম পাওয়া সম্ভব হবে। এই নতুন ফিচারটি মাল্টি-টাস্কিং এবং গেমিংয়ের সময় ডিভাইসটির পারফরম্যান্স উন্নত করতে সহায়তা করবে।
আইকো জানিয়েছে যে, আপডেটটি আজ থেকে ওভার-দ্য-এয়ার (OTA) নোটিফিকেশনের মাধ্যমে সকল আইকো জেড৬ লাইট ৫জি ফোনে পাঠানো হবে। তবে, যেহেতু আপডেটটি ব্যাচ ধরে রোল আউট করা হবে, তাই সমস্ত ডিভাইসে এটি পৌঁছতে কয়েকদিন সময় লাগতে পারে।
আইকো জেড৬ লাইট ৫জি-এর স্পেসিফিকেশন এবং ফিচার - iQOO Z6 Lite 5G Specifications and Features
iQOO Z6 Lite 5G ৬.৫৮ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লের সাথে এসেছে, যা ২,৪০৮×১,০৮০ পিক্সেলের রেজোলিউশন অফার করে। এই ডিসপ্লেটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। এছাড়া, স্ক্রিনটির ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি ওয়াটারড্রপ নচ রয়েছে। ডিভাইসটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৬ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর দ্বারা চালিত। এই চিপসেটটির সাথে ৪ জিবি / ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচওএস ১২ (FuntouchOS 12) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, iQOO Z6 Lite 5G-এর ব্যাক প্যানেলে একটি ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অবস্থান করছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Z6 Lite 5G-তে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য এর ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা।