পারফরম্যান্সে বাজার কাঁপাবে, লঞ্চের 3 দিন আগেই ফাঁস iQOO Z7 Pro 5G-এর দাম

Update: 2023-08-28 13:22 GMT

আইকো ভারতে তাদের বহু প্রতীক্ষিত iQOO Z7 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ ভিভো (Vivo)-এর সাব-ব্র্যান্ডটি ইতিমধ্যেই আসন্ন হ্যান্ডসেটতে ৩ডি (3D) কার্ভড গ্লাস ডিসপ্লে, এর দুটি কালার অপশন এবং MediaTek Dimensity 7200 চিপসেটের উপস্থিতি নিশ্চিত করে একগুচ্ছ টিজার প্রকাশ করেছে৷ আর এখন, আইকো একটি নতুন টিজারে Z7 Pro 5G-এর প্রাইস পয়েন্ট প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক কেমন দামে পাওয়া যাবে এই আপকামিং অ্যান্ড্রয়েড ফোনটি।

সামনে এল iQOO Z7 Pro 5G-এর মূল্যসীমা

আইকো ইন্ডিয়া তাদের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে নিশ্চিত করেছে যে, আইকো জেড৭ প্রো ৫জি তার সেগমেন্টের সবচেয়ে দ্রুততম স্মার্টফোন হবে। কোম্পানি তাদের অন্য একটি টুইটে জানিয়েছে যে, তারা ফোনের ৮ জিবি + ২৫৬ জিবি সংস্করণটির ওপর করা আনটুটু ভি১০ (AnTuTu V10) পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এই দাবি করেছে। দাবিটি মূলত এ বছর অ্যামাজন (Amazon)-এ উপলব্ধ ২৫,০০০ টাকার কম দামের স্মার্টফোনগুলির জন্য। সুতরাং আইকোর বিবৃতি অনুসারে, আশা করা যায় আইকো জেড৭ প্রো ৫জি-এর দামও ২৫,০০০ টাকার কম হবে।

iQOO Z7 Pro 5G-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

আইকো জেড৭ প্রো ৫জি-তে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ২০:৯ রেশিও, এইচডিআর১০+ সাপোর্ট এবং ১,৩০০ নিট পর্যন্ত একটি আকষর্ণীয় পিক ব্রাইটনেস অফার করবে বলে আশা করা হচ্ছে। এটি সম্ভবত ১২০ হার্টজ সর্বোচ্চ রিফ্রেশ রেট অফার করবে। ফোনটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭২০০ চিপসেট দ্বারা চালিত হবে, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকতে পারে।

ক্যামেরার ক্ষেত্রে, iQOO Z7 Pro 5G-এ একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সরের পাশাপাশি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সমন্বিত ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকতে পারে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যেতে পারে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Z7 Pro 5G ফোনটি ৪,৬০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

Tags:    

Similar News