64 মেগাপিক্সেল ক্যামেরার iQOO Z7 Pro কিনতে ক্রেতাদের ঢল, Amazon এর সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনে পরিণত হল

By :  techgup
Update: 2023-09-08 07:18 GMT

iQOO Z7 Pro Becomes Best-Selling Smartphone: স্মার্টফোন ব্র্যান্ড iQOO ঘোষণা করেছে যে তাদের নতুন ফোন iQOO Z7 Pro ক্রেতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে এবং Amazon-এ প্রথম সেলে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের শিরোপা লাভ করেছে।

আইকো ইন্ডিয়ার সিইও নিপুন মারিয়া বলেছেন, "iQOO Z7 Pro -এর জন্য ক্রেতাদের মধ্যে সাড়া দেখে আমরা আনন্দিত, যা সেলের প্রথম দিনেই Amazon সাইটে বেস্টসেলার হয়ে উঠেছে।

https://twitter.com/nipunmarya/status/1699662639406989507

iQOO Z7 Pro এর বিশেষত্ব

আইকো জেড৭ প্রো একটি #ফুললোডেড ফোন যা মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ ৫জি মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত। এই স্মার্টফোনটি সেগমেন্টের অন্যান্য ডিভাইসের তুলনায় সেরা প্রসেসর অফার করে। আইকো জেড ৭ প্রো ডিভাইসে ফটোগ্রাফির জন্য ৬৪ মেগাপিক্সেল আউরা লাইট ওআইএস ক্যামেরা উপস্থিত। আবার এটি সবচেয়ে পাতলা ফোনের মধ্যে একটি, যা ৭.৩৬ মিমি পুরু। এতে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

iQOO Z7 Pro এর দাম

iQOO Z7 Pro এর ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২৪,৯৯৯ টাকা। iQOO Z7 Pro দুটি রঙে পাওয়া যাবে - ব্লু লেগুন এবং গ্রাফাইট ম্যাট।

Tags:    

Similar News