মেড ইন ইন্ডিয়া iQOO Z9 5G ফোনে থাকবে জবরদস্ত ফিচার, OIS ক্যামেরা সহ কি নেই

By :  SUMAN
Update: 2024-03-05 07:26 GMT

iQOO বর্তমানে ভারতের বাজারে একটি নয়া 5G হ্যান্ডসেট লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আমরা কথা বলছি বহুল প্রতীক্ষিত iQOO Z9 5G স্মার্টফোনের প্রসঙ্গে, যা আগামী ১২ই মার্চ এদেশে মুক্তি পাবে। এতদিন প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা গেছে, এটি বিদ্যমান iQOO Z7 সিরিজের উত্তরসূরি হিসেবে আসবে। যদিও এছাড়া আর কোনো নিশ্চিত তথ্য এতদিন জানা সম্ভব হচ্ছিলো না। তবে এখন স্বয়ং ব্র্যান্ডের তরফ থেকে তাদের এই আপকামিং হ্যান্ডসেটের সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে নিয়ে আসা হল। যার দরুন এর ডিসপ্লে ফিচার থেকে শুরু করে প্রসেসর, অডিও সিস্টেম এমনকি ব্যাটারির ক্যাপাসিটি জানা গেছে।

আনুষ্ঠানিক লঞ্চের আগেই নিশ্চিত করা হল iQOO Z9 5G স্মার্টফোনের ফিচার

আসন্ন iQOO Z9 5G স্মার্টফোনে একটি AMOLED ডিসপ্লে প্যানেল দেওয়া হবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ১৮০০ নিট পিক ব্রাইটনেস সমর্থন করবে। আবার সংস্থার পক্ষ থেকে আরো নিশ্চিত করা হয়েছে যে, ডিভাইসটি দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য ১২০ হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট অফার করবে। এই ডিসপ্লে সরু বেজেল দ্বারা পরিবেষ্টিত থাকবে এবং ডিজাইনের দিক থেকে পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের হবে। আবার ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা প্রসেসর এবং মালি-জি৬১০এমপি৪ জিপিইউ ব্যবহার করা হতে পারে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য এই iQOO Z9 5G স্মার্টফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony IMX 882 প্রাইমারি সেন্সর মিলবে। জানিয়ে রাখি এটি হবে সেগমেন্টের প্রথম ফোন যা OIS ক্যামেরা ফিচার অফার করতে চলেছে। এদিকে ভালো সাউন্ড সরবরাহের জন্য এতে ডুয়াল স্টেরিও স্পিকার সেটআপ থাকবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। লঞ্চ-পরবর্তী সময়ে এই স্মার্টফোন - অনন্য রিয়ার প্যাটার্ন সহ ব্রাশড গ্রিন এবং গ্রাফিন ব্লু কালার ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যাবে।

এছাড়া সংস্থা দ্বারা শেয়ার করা টিজার ইমেজে আসন্ন এই হ্যান্ডসেটের ডান দিকে পাওয়ার বাটন এবং ভলিউম রকার দেখা গেছে। ডিভাইসটি ৭.৮৯ মিমি পুরু হবে।

প্রসঙ্গত iQOO দাবি করেছে যে, তাদের এই স্মার্টফোন AnTuTu V10 বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে ৭,৩০,০০০ পয়েন্টেরও বেশি স্কোর করেছে। অতএব ডিভাইসটি সেগমেন্টের সর্বোচ্চ স্কোর সেট করার মাধ্যমে পূর্বসূরিদের রেকর্ড ইতিমধ্যেই ভেঙে দিয়েছে।

এদিকে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন হালফিলে আসন্ন iQOO Z9 5G স্মার্টফোনের একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ করেছে। যা লঞ্চ পরবর্তী সময়ে হ্যান্ডসেটটির অনলাইন প্রাপ্যতা নিশ্চিত করছে। সর্বোপরি সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই মডেলটি ভিভোর নয়ডা ভিত্তিক ম্যানুফাকচারিং প্ল্যান্টে নির্মিত হবে। অর্থাৎ iQOO Z9 5G ফোনে 'মেড ইন ইন্ডিয়া' ট্যাগ লাগতে চলেছে!

Tags:    

Similar News