যেমন ক্যামেরা তেমন ব্যাটারি, ফাটাফাটি ফিচার সহ লঞ্চ হল iQOO Z9 এবং iQOO Z9x

Update: 2024-04-24 19:27 GMT

আইকো আজ (24 এপ্রিল) চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল, যেখানে তারা তাদের বহুল প্রত্যাশিত iQOO Z9 সিরিজের স্মার্টফোনগুলি উন্মোচন করেছে। এই লাইনআপে iQOO Z9, iQOO Z9x এবং iQOO Z9 Turbo- এই তিনটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে। ফোনগুলি গত বছরের iQOO Z8 সিরিজের উত্তরসূরি হিসেবে এসেছে। iQOO Z9x হল বেস ভ্যারিয়েন্ট, যেখানে Z9 Turbo হল টপ-এন্ড মডেল। মাঝখানে রয়েছে স্ট্যান্ডার্ড iQOO Z9। আসুন iQOO Z9 এবং Z9x মডেল দুটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

iQOO Z9 এবং iQOO Z9x-এর স্পেসিফিকেশন এবং ফিচার

আইকো জেড9-এ 6.78 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা 1.5K রেজোলিউশন, 4,500 নিট পিক ব্রাইটনেস এবং 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই স্ক্রিনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এম্বেড করা হয়েছে। অন্যদিকে, আইকো জেড9এক্স-এ 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,000 নিট পিক ব্রাইটনেস এবং ফুলএইচডি+ রেজোলিউশন সহ 6.72 ইঞ্চির স্ট্রিপ-ডাউন এলসিডি স্ক্রিন রয়েছে। এই দুটি মডেলই একটি ফ্ল্যাট ফ্রেম এবং বৃত্তাকার কোণ সহ বর্গাকার ক্যামেরা মডিউল অফার করে, যেমনটা ফ্ল্যাগশিপ আইকো 12-এ দেখতে পাওয়া যায়। আইকো জেড9এক্স-এর পাওয়ার বাটনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। দুটি ফোনই IP64-সার্টিফায়েড ধুলো এবং জল-প্রতিরোধী চ্যাসিস অফার করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, iQOO Z9 এবং iQOO Z9x-এ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। সেটআপটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের গভীরতার লেন্স অবস্থান করছে। তবে স্ট্যান্ডার্ড মডেলে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং iQOO Z9x-এ একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, iQOO Z9 ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসরে চলে, যেখানে iQOO Z9x-এ Snapdragon 6 Gen 1 চিপসেটটি রয়েছে। দুটি ফোনই 12 জিবি র‍্যাম অফার করে। তবে স্ট্যান্ডার্ড মডেলে 512 জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে, আর Z9x সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ সহ এসেছে। iQOO Z9 এবং Z9x-এ যথাক্রমে 80 ওয়াট এবং 44 ওয়াট চার্জিং সাপোর্ট সহ বিশাল 6,000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, iQOO Z9 সিরিজটি Android 14-এর ওপর ভিত্তি করে অরিজিন ওএস 4-এ চলে।

iQOO Z9 এবং iQOO Z9x-এর মূল্য এবং লভ্যতা

চীনা বাজারে iQOO Z9x-এর 8 জিবি + 128 জিবি মডেলটির দাম রাখা হয়েছে 1,199 ইউয়ান (প্রায় 13,800 টাকা)। যেখানে, 8 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টটির দাম 1,299 ইউয়ান (প্রায় 14,950 টাকা) এবং টপ-এন্ড 12 জিবি + 256 জিবি মডেলটি 1,499 ইউয়ান (প্রায় 17,250 টাকা)-এ পাওয়া যাবে। অন্যদিকে, iQOO Z9-এর 8 জিবি + 128 জিবি এবং 8 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে 1,499 ইউয়ান (প্রায় 17,250 টাকা) এবং 1,599 ইউয়ান (প্রায় 18,400 টাকা)। আর উচ্চতর 12 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 512 জিবি কনফিগারেশনের মূল্য যথাক্রমে 1,799 ইউয়ান (প্রায় 20,700 টাকা) এবং 1,999 ইউয়ান (প্রায় 23,450 টাকা)। iQOO Z9 এবং Z9x - উভয়ই হোয়াইট, গ্রীন এবং ব্ল্যাক - এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। তবে এই ফোনগুলি ভারতের বাজারে কবে আসবে, সেসম্পর্কে কোম্পানির তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

Tags:    

Similar News