দুর্ধর্ষ ফোন আনছে iQOO, 80W চার্জিং সহ থাকবে 6,000mah ব্যাটারি, লঞ্চ এপ্রিলেই

Update: 2024-04-08 14:31 GMT

এপ্রিল মাস জুড়ে বিভিন্ন ব্র্যান্ড মিড-রেঞ্জে আকষর্ণীয় সব স্মার্টফোন বাজারে আনতে চলেছে। সফর শুরু হয়েছে Motorola Edge 50 Pro দিয়ে। শীঘ্রই চীনে আরও বেশ কয়েকটি ফোন লঞ্চ হবে, যার মধ্যে রয়েছে Redmi Turbo 3, Realme GT Neo 6 SE এবং Oppo A3 Pro। এগুলি চলতি সপ্তাহের শেষের দিকেই বাজারে পা রাখবে। আর এখন জানা গেছে যে, ভিভো অধীনস্থ ব্র্যান্ড আইকো শীঘ্রই iQOO Z9 Turbo নামে একটি মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ফোনটির অস্তিত্ব সম্পর্কে কোম্পানির এক কর্মকর্তা স্বয়ং নিশ্চিত করেছেন।

iQOO Z9 Turbo এমাসেই আসতে পারে বাজারে

আইকো জেড-সিরিজের প্রোডাক্ট ম্যানেজার জেং চিং সম্প্রতি একটি ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে বলেছেন যে, তাদের ব্র্যান্ডের জন্য "এই মাসটি প্রাণবন্ত হতে চলেছে।" এখানে লক্ষণীয় বিষয় হল যে, তিনি এই পোস্টটি আইকো জেড9 টার্বো-এর সাথে পেশ করেছেন, যার মাধ্যমে প্রথমবারের মতো এই ডিভাইসটির নাম নিশ্চিত করা হয়েছে। এই টিজারটি দেখে অনুমান করা হচ্ছে যে, আইকো জেড9 টার্বো স্মার্টফোনটি এপ্রিল মাসেই আত্মপ্রকাশ করবে।

যদিও কোম্পানির পক্ষ থেকে এবিষয়ে কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি, তবে আইকো জেড9 টার্বো কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপসেটে চলবে বলে জানা গেছে। অন্যদিকে, রেডমি টার্বো 3 হ্যান্ডসেটটিও স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপের সাথে লঞ্চ করা হবে বলে নিশ্চিত করা হয়েছে, যার অর্থ হল আসন্ন রেডমি ফোনটি আইকো জেড9 টার্বো-এর সরাসরি প্রতিদ্বন্দ্বী হবে।

শোনা যাচ্ছে, iQOO Z9 Turbo-এ 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 2,160 হার্টজ পিডাব্লিউএম ডিমিং সহ 6.78 ইঞ্চির ফ্ল্যাট ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। নিরাপত্তার জন্য, এতে ইন-বিল্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে।

উল্লেখ্য, আইকো ফোনটি দুটি র‍্যাম কনফিগারেশনে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে - 12 জিবি ও 16 জিবি এবং উভয় মডেলই 512 জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Z9 Turbo-এ 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল 6,000 এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য, এতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে।

Tags:    

Similar News