10 হাজার টাকার কমে 5G ফোন, আছে iPhone এর ট্রেন্ডিং ফিচার, এখান থেকে কিনুন
আপনি যদি নতুন স্মার্টফোন কিনতে চান, তাহলে 5G কানেক্টিভিটি যুক্ত ফোন কেনাই বুদ্ধিমানের কাজ। এয়ারটেল এবং জিওর মতো সংস্থাগুলি এই মুহূর্তে 5G স্মার্টফোন ব্যবহারকারীদের আনলিমিটেড ডেটার সুবিধা দিচ্ছে। আয এই ডিভাইস কেনার জন্য আপনাকে অনেক খরচও করতে হবে না। ১২ জিবি র্যামের (ভার্চুয়াল র্যাম সহ) itel P55 5G কিনতে পারবেন ১০,০০০ টাকারও কম দামে। আবার এতে ৫০ মেগাপিক্সেল এআই ডুয়াল ক্যামেরা এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে।
itel P55 5G কিনুন অনেক কম দামে
আইটেল পি৫৫ ৫জি-এর এমআরপি ১৩,৪৯৯ টাকা, তবে অ্যামাজন থেকে ২৬ শতাংশ ছাড়ের পর এটি কেনা যাবে ৯,৯৯৯ টাকায়। আবার ওয়ানকার্ড এবং কানাড়া ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত ৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
ক্রেতারা সর্বোচ্চ ৯,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট সহও এই ফোনটি কিনতে পারবেন। তবে পুরনো ফোনের মডেল ও কন্ডিশনের ওপর ভিত্তি করে এই ডিসকাউন্টের মূল্য নির্ধারণ করা হয়। মিন্ট গ্রিন এবং গ্যালাক্সি ব্লু, এই দুটি রঙে পাওয়া যাবে আইটেল পি৫৫ ৫জি ফোনটি।
itel P55 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
itel P55 5G ফোনে আছে ৬.৬ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে এবং রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। ভালো পারফরমেন্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ ৫জি প্রসেসর। আবার এই ডিভাইসে আইফোনের ডায়নামিক আইল্যান্ড বৈশিষ্ট্যের অনুরূপ ডায়নামিক বার বৈশিষ্ট্যও উপস্থিত।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এর সাথে পুরো ২ বছরের ওয়ারেন্টি এবং ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা দিচ্ছে আইটেল।