itel S23: 16 জিবি র্যামের সবচেয়ে সস্তা ফোন আনছে আইটেল, সঙ্গে থাকবে 50MP ক্যামেরাও
আইটেল তাদের পরবর্তী স্মার্টফোন, itel S23 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ গতকাল একটি প্রতিবেদনে ফোনটির নানা তথ্য প্রকাশ করা হয়েছে। আর এখন, ডিভাইসটির মাইক্রোসাইট অ্যামাজনে (Amazon) এর ওয়েবসাইটে লাইভ হয়েছে। যার মাধ্যমে মোবাইলটির দাম ও স্টোরেজ কনফিগারেশন সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে এসেছে। আসুন তাহলে itel S23-এর বিষয়ে কী কী জানা গেল, দেখে নেওয়া যায়।
itel S23 এর দাম ও স্টোরেজ কনফিগারেশন
আইটেল এস২৩-এর অ্যামাজন পেজটিতে এটিকে "8,xxx" টাকা দামের ১৬ জিবি র্যাম সহ প্রথম স্মার্টফোন বলে দাবি করা হয়েছে। তবে এখানে, ১৬ জিবি র্যামের মধ্যে ৮ জিবি হল ফিজিক্যাল র্যাম এবং বাকি ৮ জিবি হবে ভার্চুয়াল র্যাম। এছাড়াও, এই ফোনে একটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে থাকবে। আর নীচের প্রান্তে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, একটি মাইক্রোফোন, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল অন্তর্ভুক্ত থাকবে। ডান প্রান্তে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন দেখা যাবে, যা একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে একত্রিত হয়েছে বলে মনে হচ্ছে।
এর পাশাপাশি, Itel S23-এর রিয়ার প্যানেলে একটি রাউন্ড ক্যামেরা মডিউল উপস্থিত থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি সহায়ক লেন্স এবং একটি এলইডি ফ্ল্যাশ অবস্থান করবে। এটি কালো এবং সাদা রঙের বিকল্পে উপলব্ধ হবে। ডিভাইসটির লঞ্চ তারিখ সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি। তবে অ্যামাজনে উপলব্ধ মাইক্রোসাইটের তথ্য অনুযায়ী, ভারতে এর দাম ৮,০০০ থেকে ৯,০০০ টাকার মধ্যে থাকবে।
itel S23-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
৯১মোবাইলস হিন্দির খবর অনুযায়ী, itel S23-এ ৬.৬ ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে, যা এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটি ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজের সাথে আসবে। এটি একটি ৪জি ডিভাইস হবে এবং এটি অ্যান্ড্রয়েড ভিত্তিক আইটেল ওএস ৮.৬ ইউজার ইন্টারফেসে রান করবে।
ক্যামেরার ক্ষেত্রে, itel S23-এর ৫০ মেগাপিক্সেলের ক্যামেরাটি ১০x ডিজিটাল জুম, এইচডিআর এবং সুপার নাইট মোডের মতো ফিচারগুলি সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ১০ ওয়াট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। নিরাপত্তার জন্য, এটি ফেস আনলক ফিচারটি সাপোর্ট করবে।