9,999 টাকায় 108MP ক্যামেরা ও 16GB র‍্যাম, বাজার কাঁপিয়ে হাজির Itel S24, সঙ্গে স্মার্টওয়াচ ফ্রি!

Update: 2024-04-24 07:25 GMT

সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন তৈরির জন্য সুপরিচিত ব্র্যান্ড, আইটেল বর্তমানে ভারতে তাদের প্রোডাক্ট লাইনআপ প্রসারিত করতে নিরলসভাবে কাজ করে চলেছে। Itel Super Guru 4G লঞ্চের পরে, কোম্পানি এখন Itel S24 মডেলটি রিলিজ করেছে, যা প্রযুক্তিগত ফিচার্স এবং পারফরম্যান্সের জন্য গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করেছে। 10 হাজার টাকারও কমে itel S24 ফোনটি MediaTek Helio G91 প্রসেসর, 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 5,000 এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন তাহলে itel S24-এর দাম এবং স্পেসিফিকেশন সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

itel S24-এর মূল্য এবং লভ্যতা

ভারতের বাজারে আইটেল এস24 স্মার্টফোনটির দাম রাখা হয়েছে মাত্র 9,999 টাকা এবং এটি অ্যামাজন (Amazon)-এ বিক্রির জন্য উপলব্ধ, যেখানে হ্যান্ডসেটটির সাথে বিনামূল্যে একটি স্মার্টওয়াচও পাওয়া যাচ্ছে৷ এই আইটেল ফোনটি এপ্রিলের শেষে রিটেইল আউটলেটগুলিতেও পাওয়া যাবে। আইটেল এস24 স্টারি ব্ল্যাক এবং ডন হোয়াইট কালার অপশনে কেনা যাবে।

Itel S24-এর স্পেসিফিকেশন

আইটেল এস24-এ মসৃণ 90 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির এইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। ফোনটি মিডিয়াটেক-এর হেলিও জি91 অক্টা-কোর চিপসেটে চলে। এই বাজেট-ফ্রেন্ডলি প্রসেসরটি সর্বাধিক 2 গিগাহার্টজের সিপিইউ ফ্রিকোয়েন্সি অফার করে এবং এলপিডিডিআর4x মেমরি সাপোর্ট করে। ফোনটি মোট 16 জিবি র‍্যাম (8 জিবি ফিজিক্যাল + 8 জিবি ভার্চুয়াল) এবং 128 জিবি স্টোরেজ অফার করে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এটি itel OS 13.5 অপারেটিং সিস্টেমে চলে।

ক্যামেরার ক্ষেত্রে, Itel S24-এ F/1.6 অ্যাপারচার সহ 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা (Helio G91 দ্বারা সাপোর্টেড সর্বাধিক রেজোলিউশন) ও সেকেন্ডারি ডেপ্থ সেন্সর নিয়ে গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর সামনে ডুয়েল ফ্ল্যাশ সহ একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, itel S24-এ শক্তিশালী 5,000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ইউএসবি-সি পোর্টের মাধ্যমে 18 ওয়াট চার্জিং সাপোর্ট করে৷ এছাড়া, অডিওর জন্য এই আইটেল ফোনে ডুয়েল ডিটিএস স্পিকার অন্তর্ভুক্ত রয়েছে আর নিরাপত্তার জন্য এটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে।

Tags:    

Similar News