বাজিমাত করবে Jio-র পকেট ফ্রেন্ডলি 5G Smartphone, কি বললেন মুকেশ আম্বানি
আপনি যদি একটি দেশীয় 5G স্মার্টফোন কেনার জন্য অপেক্ষা করে থাকেন, তবে আর কিছুদিন অপেক্ষা করুন। Jio তাদের অতি-সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন শীঘ্রই লঞ্চ করতে চলেছে। প্রসঙ্গত, Reliance industries (আরআইএল বা RIL) গতকাল তাদের ৪৫তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করেছিল। সেখানে সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি ঘোষণা করেন যে, সংস্থাটি আসন্ন দিওয়ালি থেকে ভারতে তাদের স্ট্যান্ডঅ্যালোন 5G নেটওয়ার্ক চালু করবে এবং ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি অংশে 5G নেটওয়ার্ক পৌঁছে দেবে। এছাড়াও, আম্বানি ঘোষণা করেছেন যে তিনি ভারতে একটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন চালু করার জন্য গুগলের সাথে কাজ করছেন।
Google এর সহযোগিতায় সস্তা 5G ফোন তৈরি করছে Jio
সভায় আম্বানি বলেন, "আমরা ভারতের জন্য অতি-সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোন এবং গুগল ক্লাউড-ভিত্তিক পরিষেবাগুলি ডেভেলপ করার জন্য গুগলের সাথে কাজ করছি। তবে ভারতে কবে জিও তাদের ৫জি বাজেটের স্মার্টফোন লঞ্চ করবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।
উল্লেখ্য, গতবছর গুগলের সাথে হাত মিলিয়ে জিও ইতিমধ্যেই JioPhone Next লঞ্চ করেছে। এছাড়া সংস্থা দুটি এবার তাদের 5G ফোন আনতে চলেছে। শোনা গিয়েছে, গুগল রিলায়েন্স জিওতে ৭.৭৩ শতাংশ শেয়ারের জন্য ৪.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
মজার ব্যাপার হল, অনেক রিপোর্টে দাবি করা হয়েছিল যে, রিলায়েন্স জিও আরআইএল-এর ৪৫তম ইভেন্টে 5G নেটওয়ার্কসহ তাদের 5G এনাবল স্মার্টফোনের ঘোষণা করতে চলেছে। যদিও সংস্থাটি এই বিষয়ে কেবল আপডেটই দিয়েছে। তবে সঠিক লঞ্চের তারিখ এখনও জানা যায়নি।