দেশের সবচেয়ে সস্তা 5G ফোন আনছে আম্বানির Jio, দাম-ছবি ফাঁস হতেই চীনা ব্র্যান্ডদের মাথায় হাত
দীর্ঘদিন ধরেই রিলায়েন্স Reliance JioPhone 5G-কে নিয়ে প্রযুক্তি মহলে আলোচনা চলছে। এটি ভারতের সবচেয়ে বাজেট-ফ্রেন্ডলি ফাইভ-জি স্মার্টফোন হিসাবে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। এমনকি, গত বছরের জানুয়ারি মাসে সূত্র মারফৎ এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশনও সামনে আসে। লঞ্চের আগেই এবার JioPhone 5G-র লাইভ ছবির পাশাপাশি লঞ্চের টাইমলাইন এবং প্রাইস রেঞ্জ প্রকাশ্যে চলে এল।
JioPhone 5G এর লাইভ ইমেজ ফাঁস
এক টুইটার ব্যবহারকারী জিওফোন ৫জি এর কিছু লাইভ ইমেজ শেয়ার করে দাবি করেছেন যে, এটি দিওয়ালি এবং নতুন বছরের মাঝামাঝি সময়ে লঞ্চ হবে, যা ইঙ্গিত দেয় যে এটি চলতি বছরের শেষ ত্রৈমাসিকে দেশে কেনার জন্য উপলব্ধ হবে। জিওফোন ৫জি-এর দাম হতে পারে ১০,০০০ টাকা, অর্থাৎ এটি ভারতে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন হিসাবে লঞ্চ হতে পারে৷
ডিভাইসটিতে ইউনিসক নাকি মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হয়েছে, তা সূত্রটি পরিষ্কার করেনি। তবে, লিক থেকে জানা গেছে যে ফোনটির রিয়ার প্যানেলে একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকবে এবং সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।
জানিয়ে রাখি, ফাঁস হওয়া লাইভ শটে দেখানো হ্যান্ডসেটটিকে জিওফোন ৫জি-এর প্রোটোটাইপ বলে মনে করা হচ্ছে। এর সামনের দিকে একটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে এবং পিছনের প্যানেলে উল্লম্বভাবে একটি এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল-ক্যামেরা মডিউল অবস্থান করছে। আর ব্যাক প্যানেলের মাঝখানে জিও লোগো এবং একদম নীচের দিকে "আল্টিমেট স্পিড, আল্টিমেট এক্সপেরিয়েন্স" টেক্সটটি দেখা গেছে।
JioPhone 5G এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
গত জানুয়ারিতে প্রকাশিত অ্যান্ড্রয়েড সেন্ট্রাল-এর একটি রিপোর্ট অনুযায়ী, JioPhone 5G ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে আসবে, যা ১,৬০০ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন অফার করবে। নিরাপত্তার জন্য, ফোনটিতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ চিপসেট দ্বারা চালিত হবে এবং এর সাথে ৪ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ যুক্ত থাকবে।
ফটোগ্রাফির জন্য, JioPhone 5G-এর ফ্রন্ট প্যানেলে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং রিয়ার প্যানেলে ১৩ মেগাপিক্সেল (প্রধান) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো)-এর সেন্সর সমন্বিত ডুয়েল-ক্যামেরা সিস্টেম অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, JioPhone 5G-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, হ্যান্ডসেটটিতে একটি মাইক্রোএসডি কার্ড স্লট, ডুয়েল সিম স্লট এবং এন৩, এন৫, এন২৮, এন৪০ এবং এন৭৮-এই ৫জি ব্যান্ডগুলি সাপোর্ট করবে।