ভ্যালেন্টাইনে Samsung-এর ভালোবাসা! 12000 টাকা পর্যন্ত ছাড়ে মিলছে লেটেস্ট Galaxy S24 ফোনগুলি

Update: 2024-02-13 09:50 GMT

মাত্র কয়েক সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়া ভিত্তিক বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি Samsung, তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ লাইনআপ Galaxy S24 লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে মোট তিনটি প্রিমিয়াম স্মার্টফোন বাজারে এসেছে – Samsung Galaxy S24, Galaxy S24+ এবং Galaxy S24 Ultra। সেক্ষেত্রে আধুনিক ফিচারে ঠাসা এই ফোনগুলির দামের অঙ্কটা এমনিতে বেশি হলেও, এখন এগুলি সস্তায় কেনার সুযোগ মিলছে। আসলে, Samsung নিজেই এবার বিশেষ Valentine's Day Sale দিতে শুরু করেছে, যেখানে উল্লিখিত তিন-তিনটি নতুন ডিভাইস সর্বোচ্চ ১২ হাজার টাকা ছাড়ে কেনা যাবে। চলুন, এখন দেখে নিই Galaxy S24 সিরিজের কোন মডেলে কী অফার দিচ্ছে Samsung।

Samsung-এর ভ্যালেন্টাইন সেল, Galaxy S24 এবং S24+ ফোনে পাবেন এই অফার

স্যামসাংয়ের ভ্যালেন্টাইন ডে সেলে গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনগুলিতে ফ্ল্যাট ডিসকাউন্ট না পাওয়া গেলেও, কোম্পানি ৬,০০০ টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ৬,০০০ টাকার আপগ্রেড বোনাস দিচ্ছে। ফলত আপনি এই সিরিজের তিনটি ফোন কেনার সময় ১২,০০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন। এছাড়াও সিরিজের গ্যালাক্সি এস২৪ বা গ্যালাক্সি এস২৪+ মডেলের সাথে স্ক্রিন প্রোটেকশন প্যাক কিনলে ৪,৩৫০ টাকার অতিরিক্ত কার্ট ডিসকাউন্ট মিলবে, যেখানে সবচেয়ে প্রিমিয়াম মডেল অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা মডেলে স্ক্রিন প্রোটেকশন প্যাকের ওপর আলাদাভাবে ৬,৮৫০ টাকার অতিরিক্ত কার্ট ডিসকাউন্ট কাজে লাগানো যাবে।

Samsung Galaxy S24 5G-এর দাম

ভ্যানিলা স্যামসাং গ্যালাক্সি এস২৪ মডেলের বেস অর্থাৎ ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭৯,৯৯৯ টাকা। এর অন্য স্টোরেজ ভ্যারিয়েন্ট মানে ৮ জিবি ও ৫১২ জিবি সংস্করণটি ৮৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছে। এই ফোনটি অ্যাম্বার ইয়েলো, কোবাল্ট ভায়োলেট এবং অনিক্স ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।

Samsung Galaxy S24+ 5G-এর দাম

স্যামসাং গ্যালাক্সি এস২৪ মডেলের ১২ জিবি ও ২৫৬ জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা ৯৯,৯৯৯ টাকা, অন্যদিকে এর ১২ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ মডেলটি ১,০৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এটি কোবাল্ট ভায়োলেট এবং অনিক্স ব্ল্যাক রঙের বিকল্পগুলিতে আসে।

Samsung Galaxy S24 Ultra 5G-এর দাম

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসে। এর মধ্যে ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণটি ১,২৯,৯৯৯ টাকায় মিলবে, যেখানে বাকি দুটি অর্থাৎ ১২ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্ট এবং ১২ জিবি ও ১ টিবি ভ্যারিয়েন্ট যথাক্রমে ১,৩৯,৯৯৯ টাকায় এবং ১,৫৯,৯৯৯ টাকায় পাবেন। এই ফোনটি টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম ভায়োলেট এবং টাইটানিয়াম ব্ল্যাক রঙে উপলব্ধ।

Tags:    

Similar News