2 ঘন্টায় আউট অফ স্টক হয়ে যাওয়া Lava 5G ফোন 4000 টাকা ছাড়ে, প্রথমবার এমন অফার
Lava Brand Days Sale 2024: দেশীয় ব্র্যান্ড Lava সম্প্রতি ই-কমার্স সাইট Amazon -এর সাথে হাত মিলিয়ে নিয়ে এসেছে 'Lava Brand Days Sale 2024'। এই সেল চলাকালীন আপনারা একাধিক Lava ব্র্যান্ডের হ্যান্ডসেট তুলনায় সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন। তবে আজ আমরা এমন একটি ডিল সম্পর্কে আলোচনা করবো, যার লাভ ওঠাতে পারলে 800 টাকারও কমে একটি জনপ্রিয় 5জি স্মার্টফোন পকেটস্থ করা যাবে! কার্ভড ডিসপ্লের সাথে আসা এই ফোনের নাম Lava Agni 2 5G, যেটি বর্তমানে অ্যামাজনে ডিসকাউন্ট সহ খুবই সস্তায় বিক্রি হচ্ছে। এই ডিভাইসটি প্রথম সেলে 2 ঘন্টার মধ্যে আউট অফ স্টক হয়ে গিয়েছিল।
Amazon থেকে সস্তায় কিনুন 'বেস্ট সেলিং' Lava Agni 2 5G স্মার্টফোন
এদেশের বাজারে লাভা অগ্নি 2 5জি স্মার্টফোনের দাম 21,999 টাকা রাখা হয়েছে। এই বিক্রয় মূল্য 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ বিকল্পের। বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে এই মডেলটি ফ্লাট 4,000 টাকা ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। যার পর এই ফোন আপনারা মাত্র 17,999 টাকায় খরিদ করতে পারবেন।
অন্যান্য অফারের কথা বললে, OneCard ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজ্যাকশন করলে ধার্য মূল্যের উপর 1,200 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। আবার পুরোনো মোবাইল আপগ্রেড করে লাভা ব্র্যান্ডের এই হ্যান্ডসেটটি কিনলে সর্বোচ্চ 16,000 টাকার এক্সচেঞ্জ বোনাসও মিলবে। যদিও এক্সচেঞ্জ ভ্যালুর পরিমাণ পুরানো ফোনের ব্র্যান্ড, মডেল নম্বর এবং অবস্থার উপর নির্ভর করবে।
Lava Agni 2 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন
গ্লাস-ব্যাক প্যানেল ডিজাইনের সাথে আসা লাভা অগ্নি 2 5জি স্মার্টফোনে 6.78-ইঞ্চির ফুল এইচডি প্লাস 3ডি ডুয়াল কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট, 950 নিট পিক ব্রাইটনেস, 1.07 বিলিয়ন কালার ডেপ্থ, HDR, HDR 10, HDR 10+ এবং Widevine L1 প্রযুক্তি সাপোর্ট করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর ব্যবহার করা হয়েছে৷ স্টোরেজ হিসাবে 8 জিবি র্যাম এবং 256 জিবি রম পাওয়া যাবে। এই ফোন 8 জিবি ভার্চুয়াল র্যাম ফিচারও সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে চলে। এতে কোনও ব্লোটওয়্যার অর্থাৎ অবাঞ্চিত থার্ড পার্টি অ্যাপ বা স্ক্রিনে আকস্মিক বিজ্ঞাপন আসবে না বলে দাবি করেছে লাভা।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য Lava Agni 2 5G স্মার্টফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ লক্ষ্যণীয়। এই ক্যামেরাগুলি হল - 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + 8 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স + 2 মেগাপিক্সেল সেন্সর + 2 মেগাপিক্সেল শুটার। এদিকে ডিভাইসের সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে।
অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, লাভার এই নয়া স্মার্টফোনে 13টি 5জি ব্যান্ড সমর্থন করে, যথা -n1/n3/n5/n7/n8/n20/n28/n38/n40/n41/n66/n77/n78। তদুপরি নিরাপত্তার জন্য ফেস আনলক ফিচার এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। কানেক্টিভিটি বিকল্প হিসাবে এতে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2 এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Lava Agni 2 5G স্মার্টফোনে 4,700 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 66 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এই ব্যাটারি ডিভাইসকে 16 মিনিটেরও কম সময়ে 50% পর্যন্ত চার্জ করতে সমর্থ বলে দাবি করেছে লাভা।