Lava Blaze 2: মাত্র ৯ হাজার টাকায় ১১ জিবি র্যামের সাথে ভারতে লঞ্চ হল লাভা ব্লেজ ২
লাভা তাদের ব্লেজ সিরিজের নতুন ফোন Lava Blaze 2 ভারতে লঞ্চ করল। এই ফোনটি Lava Blaze 5G এর আপগ্রেড সংস্করণ। Lava Blaze 2-এ পাওয়া যাবে ইউনিসক টি৬১৬ প্রসেসর। আর ফোনটি ১১ জিবি পর্যন্ত র্যাম ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং অফার করবে। এছাড়া ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ডুয়াল ক্যামেরা সেটআপ এবং প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইন। চলুন জেনে নেওয়া যাক লাভা ব্লেজ ২ ফোনের অন্যান্য স্পেসিফিকেশন ও দাম।
লাভা ব্লেজ ২ এর দাম (Lava Blaze 2 Price in India)
ফোনটি গ্লাস ব্ল্যাক, গ্লাস অরেঞ্জ এবং গ্লাস ব্লু রঙে এসেছে। লাভা ব্লেজ ২ এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা। আবার এতে ৫ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। ১৮ এপ্রিল থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজন ইন্ডিয়ার মাধ্যমে ফোনটি কেনা যাবে।
Lava Blaze 2-এর স্পেসিফিকেশন ও ফিচার
Lava Blaze 2 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বললে, এতে ৬.৫ ইঞ্চি ২.৫ডি কার্ভড এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে দেখা যাবে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ এর সাথে এসেছে। এটি দুই বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছর সিকিউরিটি আপডেট পাবে বলে কোম্পানি দাবি করেছে । অর্থাৎ ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ এবং অ্যান্ড্রয়েড ১৫ আপডেট পাবে।
পারফরম্যান্সের জন্য লাভা ব্লেজ ২ ডিভাইসে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর ইউনিসক টি৬১৬ প্রসেসর। এটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ সহ এসেছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য লাভা ব্লেজ ২ ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এআই লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটির ইনবিল্ট ক্যামেরা ফিচারের মধ্যে রয়েছে বিউটি, এইচডিআর, নাইট, পোর্ট্রেট, এআই, প্রো, প্যানোরামা, স্লো মোশন, ফিল্টার, মোশন ফটো, টাইম ল্যাপস, অডিও নোট এবং ইন্টেলিজেন্ট স্ক্যানিং প্রভৃতি।
আরও ভাল কলিং অভিজ্ঞতা দেওয়ার জন্য লাভা ব্লেজ ২ ডুয়েল মাইক নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাথে এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট।