Lava Blaze 2: সস্তায় সেরা পারফরম্যান্স, এটাই কি সবচেয়ে ফাস্টেস্ট স্মার্টফোন!
Lava Blaze লাভা গত বছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল। তারপর ব্র্যান্ডটি Blaze সিরিজের অধীনে একে একে Lava Blaze Pro, Lava Blaze 5G এবং Lava Blaze NXT লঞ্চ করেছে৷ এবার লাভা তাদের এই লাইনআপের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, যার নাম Lava Blaze 2। আর এখন Lava Blaze-এর উত্তরসূরিটির একটি নতুন টিজার অ্যামাজনে লাইভ হয়েছে। আসুন তাহলে এই টিজার পোস্টারটি আসন্ন লাভা ফোনটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করেছে, জেনে নেওয়া যাক।
Lava Blaze 2-এর টিজার প্রকাশিত হল Amazon-এর প্ল্যাটফর্মে
লাভা ব্লেজ ২-এর অ্যামাজন তালিকাটি প্রকাশ করেছে যে এতে পূর্বসূরির মতোই ফ্ল্যাট-এজ ডিজাইন থাকবে। এর পাশাপাশি জানা গেছে যে, এতে ১২৮ জিবি ইউএফএস স্টোরেজ মিলবে। এদিকে আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক স্কোরের ভিত্তিতে লাভা দাবি করেছে যে, ব্লেজ ২ হবে ১০,০০০ টাকার নীচের সেগমেন্টে থাকা সবচেয়ে দ্রুততম স্মার্টফোন। কোম্পানি আরও নিশ্চিত করেছে যে, ডিভাইসটিতে ৬ জিবি র্যাম পাওয়া যাবে। এটি ভার্চুয়াল র্যাম ফিচারও সাপোর্ট করবে এবং ইউজাররা এই ফোনে ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সক্ষম করার অপশনও পাবেন।
জানিয়ে রাখি, লাভা ব্লেজ ২-কে সম্প্রতি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ডেটাবেসেও দেখা গেছে, যা প্রকাশ করেছে যে এটি ইউনিসক প্রসেসর এবং ৬ জিবি র্যাম দ্বারা চালিত হবে। এছাড়াও গিকবেঞ্চ তালিকা অনুসারে, আসন্ন ব্লেজ সিরিজের স্মার্টফোনটি পুরোনো অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে। এগুলি ছাড়া, বেঞ্চমার্ক তালিকাটি এই নয়া লাভা হ্যান্ডসেটটির সম্পর্কে আর কিছু প্রকাশ করেনি।
বর্তমানে, Lava Blaze সিরিজের লেটেস্ট মডেলটি হল Lava Blaze NXT, যা গতবছর নভেম্বর মাসে এদেশের বাজারে উন্মোচিত হয়েছে। আসুন তাহলে এই স্মার্টফোনটির স্পেসিফিকেশনগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। Blaze NXT এইচডি+ রেজোলিউশন সহ ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে অফার করে। স্ক্রিনটির ওপরে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে।
ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর দ্বারা চালিত, যার মধ্যে অক্টা-কোর সিপিইউ এবং একটি আইএমজি পাওয়ার ভিআর জিপিইউ যুক্ত রয়েছে। স্মার্টফোনটিতে ৪ জিবি ফিজিক্যাল র্যাম, ৩ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যায়। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে।
ফটোগ্রাফির জন্য, Lava Blaze NXT-এ এলইডি ফ্ল্যাশ ও ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর সেলফি ও ভিডিও কল করার জন্য ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Lava Blaze NXT-এ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ইউনিট রয়েছে। এটি চার্জিং এবং ডেটা স্থানান্তরের জন্য একটি টাইপ-সি পোর্টের ওপর নির্ভর করে।
এছাড়াও, Lava Blaze NXT-তে একটি গ্লাস ব্যাক প্যানেল রয়েছে এবং এটি গ্লাস রেড, গ্লাস ব্লু এবং গ্লাস গ্রিন কালার অপশনগুলিতে বিক্রি হয়৷ নিরাপত্তার জন্য, এতে একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং সফ্টওয়্যার-ভিত্তিক ফেস আনলক ফিচারটি সাপোর্ট করে। পরিশেষে, Blaze NXT একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক অফার করে।