আগামী মাসেই ভারতে গ্রান্ড এন্ট্রি Lava Blaze Curve 5G এর, ১২ জিবি র‌্যামের ফোনের দাম এত কম

By :  SUMAN
Update: 2024-02-28 05:06 GMT

Lava Blaze Curve 5G স্মার্টফোন শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। রিসার্চ ফার্ম ও টিপস্টারদের দৌলতে এই ডিভাইসের কী-ফিচার সম্পর্কিত তথ্য ইতিমধ্যেই অনলাইন ফাঁস হয়েছে। যদিও সংস্থাটি এখনো পর্যন্ত কিছু বলেনি। কিন্তু আজ দেশীয় ব্র্যান্ড Lava স্বয়ং তাদের এই আসন্ন হ্যান্ডসেটের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করলো। একই সাথে ডিভাইসটির প্রথম ঝলকও সামনে এসেছে।

Lava Blaze Curve 5G স্মার্টফোনের ভারতে লঞ্চের তারিখ প্রকাশ্যে এল

লাভা আজ তাদের আধিকারিক X হ্যান্ডেলে একটি টিজার পোস্টের শেয়ার করে আসন্ন ব্লেজ কার্ভ ৫জি স্মার্টফোনের ভারতে লঞ্চের তারিখ নিশ্চিত করল। জানা গেছে ডিভাইসটি আগামী ৫ই মার্চ (সোমবার) স্থানীয় সময়ে দুপুর ১২টায় এদেশে মুক্তি পাবে। প্রসঙ্গত, আনুষ্ঠানিক লঞ্চের আগেই আসন্ন এই মডেলের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন।

https://twitter.com/LavaMobile/status/1762372067750563983

আসন্ন হ্যান্ডসেটটির নাম দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এতে কার্ভড ডিসপ্লে প্যানেল থাকবে। টিজার ইমেজে এই স্মার্টফোন কার্ভড এজ এবং কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট -এর সাথে দেখা গেছে। ডিভাইসটির ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম রকার অবস্থিত। লাভা ব্লেজ কার্ভ ৫জি খুবই পাতলা হবে। টিজারে এর ব্যাক প্যানেল দৃশ্যমান নয়। কিন্তু ছবি দেখে মনে হচ্ছে, ডিভাইসের পেছনে থাকা দুটি ক্যামেরা রিং সামান্য উত্থিত হবে।

যদিও সংস্থার তরফ থেকে Lava Blaze Curve 5G স্মার্টফোনের ফিচার সম্পর্কিত তথ্য এখনো সামনে আনা হয়নি। তবে পূর্বে প্রকাশিত কয়েকটি রিপোর্টে এর একাধিক সম্ভাব্য স্পেসিফিকেশনের উল্লেখ পাওয়া গেছে। যেমন দাবি করা হচ্ছে, Lava Blaze Curve 5G ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর এবং ১৮ ওয়াট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে। এছাড়া ডিভাইসটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের সাথে লঞ্চ হবে বলেও জানা গেছে।

এবার আসা যাক সম্ভাব্য বিক্রয় মূল্যের প্রসঙ্গে। ভারতে Lava Blaze Curve 5G স্মার্টফোন বাজেট-রেঞ্জের অধীনে আসতে পারে। এক্ষেত্রে এর দাম ১৬,০০০-১৯,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News