প্রথমবার বিদেশে বিক্রি হবে মেড ইন ইন্ডিয়া iPhone 16 সিরিজ, লঞ্চের কদিন পর থেকে সেল শুরু

By :  ANKITA
Update: 2024-09-09 08:30 GMT

এই প্রথমবার Apple iPhone 16 সিরিজের পুরো লাইনআপ ভারতে তৈরি হচ্ছে। এর আগে কেবল বেস মডেলগুলি এদেশে তৈরি করা হত। তবে চলতি বছর থেকে iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, iPhone 16 Pro Max ভারতে তৈরি হতে চলেছে। উল্লেখ্য, আগে চীনে আইফোন প্রো মডেলগুলি তৈরি করা হত।

iPhone 16 এর সেল কখন শুরু হবে?

রিপোর্ট অনুযায়ী মেড ইন ইন্ডিয়া iPhone 16 লঞ্চের কিছুদিনের মধ্যেই সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। জানিয়ে রাখি, আজ অর্থাৎ 9 সেপ্টেম্বর লঞ্চ হবে Apple iPhone 16 সিরিজ। এর 10 থেকে 12 দিনের মধ্যেই ফোনগুলির সেল শুরু হবে।

ভারত থেকে বাইরে পাঠানো হবে iPhone 16

জানা গেছে ফক্সকন ভারতে আইফোন 16 সিরিজের উৎপাদন ইতিমধ্যেই শুরু করেছে। এই মেড ইন ইন্ডিয়া ফোনগুলি ভারতে বিক্রির পাশাপাশি বিদেশে রপ্তানি করা হবে। বিশেষজ্ঞরা বলছেন যে, সম্ভবত এই প্রথম কোনও আন্তর্জাতিক সংস্থা মেড ইন ইন্ডিয়া স্মার্টফোন সেল শুরু হতে হতেই বিশ্বজুড়ে বিক্রি শুরু করবে।

আরও পড়ুন : লঞ্চের আগেই বড় ঘোষণা, Realme Narzo 70 Turbo 5G পাওয়া যাবে 2000 টাকা কুপন ডিসকাউন্টের সাথে

চার বছরে ভারত এই কৃতিত্ব অর্জন করেছে

ভারতে আইফোন উৎপাদন শুরু করার মাত্র চার বছরের মাথায় এত বড় পরিসরে রফতানি হবে 'মেড ইন ইন্ডিয়া' আইফোন 16 স্মার্টফোন। আসলে চীন ও আমেরিকার মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়ার কারণে আইফোনের উৎপাদন চীন থেকে সরিয়ে নিচ্ছে অ্যাপল। এই পরিস্থিতিতে ভারত অ্যাপলের জন্য উপযুক্ত জায়গা, যেখানে প্রধানমন্ত্রী মোদী নিজেই স্মার্টফোন উৎপাদনের জন্য সংস্থাগুলিকে আহ্বান জানাচ্ছেন।

আরও পড়ুন : মাত্র 1199 টাকায় নতুন বাইক, সঙ্গে 5000 টাকা ক্যাশব্যাক, পুজোর আগে বাম্পার অফার আনল Honda

এর জন্য সরকারের পক্ষ থেকে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ অর্থাৎ পিএলআই স্কিম চালু করেছে। বর্তমানে অ্যাপলের মোট উৎপাদনের 14 শতাংশ ভারতের দখলে, যা ২০২৫ সালের মধ্যে ২৫ শতাংশে পৌঁছে যাবে।

Tags:    

Similar News