জল্পনার অবসান, নতুন ফোন নিয়ে ফিরছে এই স্মার্টফোন ব্র্যান্ড, দেখা যাবে দুই বিশেষ ফিচার্স

Update: 2024-04-23 05:41 GMT

স্মার্টফোন মার্কেটে প্রতিযোগিতা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বড় সংস্থাগুলির দাপটের ফলে রীতিমতো ব্যবসা গোটানোর মতো অবস্থা অপেক্ষাকৃত কম পরিচিত ব্র্যান্ডদের। সম্প্রতি এই ধরনের পরিস্থিতির স্বীকার হওয়া একটি প্রতিষ্ঠান হল মেইজু (Meizu)। শোনা যাচ্ছে, কোম্পানিটি স্মার্টফোন তৈরি বন্ধ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর মতো অন্যান্য প্রযুক্তিগত ক্ষেত্রে মনোযোগ দেবে৷ তবে সেই জল্পনা উড়িয়ে সূত্রের দাবি, ব্র্যান্ডটি Meizu 21 Note নামে একটি নতুন ফোন লঞ্চের প্ল্যান করছে। ফোনটির কিছু ফিচার্স তুলে ধরে একটি টিজারও সামনে এসেছে।

Meizu 21 Note-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

একটি নতুন মডেল সহ স্মার্টফোন বাজারে মেইজুর আসন্ন প্রত্যাবর্তন সাম্প্রতিক সময়ে প্রযুক্তি মহলে প্রত্যাশা তৈরি করেছে। শোনা যাচ্ছে, এই নতুন ফোনটি M468Q মডেল নম্বরটি বহন করে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে এটি মেইজু 21এক্স নামে বাজারে পা রাখবে। তবে, নতুন তথ্য নির্দেশ করছে যে, ফোনটিকে মেইজু 21 নোট বলা হবে।

শোনা যাচ্ছে যে, এই প্রাইস-পারফরম্যান্স-কেন্দ্রিক ফ্ল্যাগশিপটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর ব্যবহৃত হবে। যদিও এটি কিছুটা পুরানো, তবে এখনও 8 জেন 2 অত্যন্ত সক্ষম এবং শক্তিশালী বলা যায়। মেইজু 21 নোটে 66 ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতা সহ বড় 5,500 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি মিলবে।

তবে, এখনও পর্যন্ত Meizu 21 Note-এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে এতটুকুই জানা গেছে। কোম্পানির পক্ষ থেকেও এই সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। এটি দুটি মডেল নম্বর, "M468Q" এবং "M468H" সহ আসবে বলে জানা গেছে৷ তবে, অনুরূপ বৈশিষ্ট্য সহ একটি ফোনকে সম্প্রতি চায়না কমপালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মে দেখা গেছে, যা নির্দেশ করছে যে এই ফোনটি প্রত্যাশিত লঞ্চ টাইমলাইনের আগেই বাজারে আসতে পারে।

Tags:    

Similar News