AI প্রসেসর সহ বাজার কাঁপাতে আসছে নতুন স্মার্টফোন, কী কী বিশেষত্ব থাকবে জেনে যান

Update: 2024-03-14 16:40 GMT

মাসখানেক আগে সুপরিচিত টেকনোলজি ব্র্যান্ড, মেইজু (Meizu) ক্রমবর্ধমান প্রতিযোগিতার চাপে পড়ে চীনা বাজারে তাদের স্মার্টফোন ব্যবসা বন্ধ করে দিতে চলেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে এই জল্পনার মধ্যেই চীনা ব্র্যান্ডটি Snapdragon 8 Gen 3 চিপসেট সহ Meizu 21 Pro ফ্ল্যাগশিপ লঞ্চ করে। তাই বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছিলেন, এটিই ব্র্যান্ডের শেষ স্মার্টফোন। তবে, এখন এক সূত্র মারফত জানা গেছে, মেইজু আরেকটি শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যা Meizu 21x নামে বাজারে পা রাখতে পারে।

Meizu-এর নতুন মিড-রেঞ্জ ফোন আসছে

সম্প্রতি BA468 মডেল নম্বর সহ একটি নতুন মেইজু ব্র্যান্ডের ব্যাটারি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্ম দ্বারা অনুমোদিত হয়েছে। এটির রেটেড ভ্যালু ৫,৪০০ এমএএইচ, যা টিপিক্যাল ভ্যালু ৫,৫০০ এমএএইচ হওয়ার দিকে নির্দেশ করে। ৩সি লিস্টিং সামনে আসার পরে, টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট)-তে একটি স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। নাম না উল্লেখ করলেও ডিসিএস দ্বারা ব্যবহৃত ইমোজিটি দৃঢ়ভাবে ইঙ্গিত করছে, সেখানে মেইজু ফোনের কথাই বলা হয়েছে।

ডিজিটাল চ্যাট স্টেশনের ওয়েইবো পোস্ট অনুসারে, মেইজু মিডরেঞ্জ স্ন্যাপড্রাগন এআই (AI) চিপসেট সহ একটি নতুন ফোন তৈরি করছে। ডিভাইসটি ফ্ল্যাট ডিসপ্লের সাথে আসবে এবং এটি ৫,৪০০ এমএএইচ (রেটেড ভ্যালু) / ৫,৫০০ এমএএইচ (টিপিক্যাল ভ্যালু) ক্ষমতা সম্পন্ন BA466 ব্যাটারি সাপোর্ট করবে। তিনি আরও জানিয়েছেন যে, ফোনটির সাথে UP2033 মডেল নম্বর যুক্ত পাওয়ার অ্যাডাপ্টার থাকবে যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

জানিয়ে রাখি, মেইজু আগে চীনের বাজারে বিভিন্ন দামের রেঞ্জের ফোন লঞ্চ করতো। তবে গত এক বছর তারা শুধুমাত্র Qualcomm Snapdragon 8-সিরিজ দ্বারা চালিত ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির সাথে তাদের প্রোডাক্ট লাইনআপকে সীমাবদ্ধ রেখেছে। যেহেতু টিপস্টার দাবি করেছেন যে, আসন্ন ডিভাইসটিতে মিডরেঞ্জ চিপসেট রয়েছে, তাই সম্ভবত ফোনটি Snapdragon 7+ Gen প্রসেসর দ্বারা চালিত হতে পারে। মেইজু ফোনটি Meizu 21 সিরিজের একটি নতুন সংযোজন হবে বলে শোনা যাচ্ছে। কিছু ওয়েইবো ইউজার দাবি করেছেন যে, সেটি Meizu 21x নামে চীনা বাজারে পা রাখতে পারে।

Tags:    

Similar News