Mi Smart Band 7 ফিটনেস ব্যান্ড, Redmi Buds 4 Pro ইয়ারফোন ১৪ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ সহ লঞ্চ হল

By :  techgup
Update: 2022-05-25 06:41 GMT

গত মঙ্গলবার আত্মপ্রকাশ করেছে Mi Smart Band 7 এবং Redmi Buds 4 Pro ইয়ারফোন। এরমধ্যে ফিটনেস ব্যান্ডটি স্ট্যান্ডার্ড এবং এনএফসি মডেলে উপলব্ধ। এছাড়া এতে রয়েছে বড় আকারের একটি অ্যামোলেড টাচস্ক্রিন ডিসপ্লে। শুধু তাই নয়, ওয়্যারেবলটিতে একাধিক হেলথ মনিটরিং ফিচার, যেমন হার্ট রেট মনিটর, SpO2 মনিটর উপস্থিত। অন্যদিকে, রেডমি বাডস ৪ প্রো ইয়ারফোন ৩৬০ ডিগ্রী সারাউন্ড সাউন্ড অফার করবে। সংস্থার মতে, একবার চার্জে ইয়ারবাডটি ৩৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। তাছাড়া এতে পাওয়া যাবে ট্রান্সফারেন্সি মোড সহ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার। চলুন দেখে নেওয়া যাক Mi Smart Band 7 এবং Redmi Buds 4 Pro ইয়ারফোনের দাম ও ফিচার।

Mi Smart Band 7 এর দাম ও লভ্যতা

চীনে এমআই স্মার্ট ব্যান্ড ৭-এর স্ট্যান্ডার্ড ভার্সন এবং এনএফসি ভার্সনের দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ২৪৯ ইউয়ান (প্রায় ২,৯০০ টাকা) এবং ২৯৯ ইউয়ান (প্রায় ৩,৫০০ টাকা)। উভয় ভার্সনই এখন প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ। আগামী ৩১মে থেকে শুরু হবে এর বিক্রি। ব্ল্যাক, ব্লু, গ্রীন ,অরেঞ্জ পিঙ্ক এবং হোয়াইট - এই ছটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন নতুন এই স্মার্ট ব্যান্ডটি।

Redmi Buds 4 Pro ইয়ারফোনের দাম ও লভ্যতা

রেডমি বাডস ৪ প্রো ইয়ারফোনের দাম রাখা হয়েছে ৩৯৯ ইউয়ান (প্রায় ৪,৬৫০ টাকা)। এই ইয়ারফোনটিও প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনের নতুন এই ইয়ারফোনটির বিক্রি শুরু হবে আগামী ৩১ মে থেকে।

Mi Smart Band 7 এর ফিচার এবং স্পেসিফিকেশন

নবাগত এমআই স্মার্ট ব্যান্ড ৭ হলো এমআই স্মার্ট ব্যান্ড ৬ এর উত্তরসূরী। এতে রয়েছে ১.৬২ ইঞ্চি ফুল স্ক্রিন টাচ অলওয়েজ অন অ্যামোলেড ডিসপ্লে। ফলে উত্তরসূরীর তুলনায় এর ডায়ালের দৃশ্যমানতা আরো ২৫ শতাংশ বেশি। এর ডিসপ্লের রেজোলিউশন ১৯২x৪৯০ পিক্সেল এবং পিক ব্রাইটনেস ৫০০ নিট। এছাড়া ওয়্যারেবলটিতে রয়েছে ১০০টিরও বেশি কাস্টমাইজেবল ব্যান্ডফেস।

অন্যদিকে নতুন এই স্মার্ট ব্যান্ডে একাধিক হেলথ ফিচার যেমন হার্ট রেট মনিটর, SpO2 মনিটর, স্লিপ মনিটর, মহিলা হেলথ ট্র্যাকার উপলব্ধ। আবার ফিটনেস সম্বন্ধীয় ফিচার প্রসঙ্গে বলতে গেলে এতে রয়েছে ১২০টি স্পোর্টস মোড। এর মধ্যে থাকছে ইনডোর ট্রেনিং, জিমনাস্টিক স্কিপিং, টেনিস, জুম্বা ইত্যাদি।

সংস্থার মতে, এটি একবার চার্জে ১৪ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। উপরন্তু জল থেকে সুরক্ষা দিতে এটি ৫এটিএম রেটিং সহ এসেছে। এছাড়া এতে রয়েছে কল এবং মেসেজ নোটিফিকেশন। সাথে ব্লুটুথ ৫.২ সাপোর্ট ।

Redmi Buds 4 Pro ইয়ারফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

রেডমি বাডস ৪ প্রো ইয়ারফোন ১০এমএম অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম অ্যালয় মুভিং কয়েল ডায়াফ্রামের সাথে এসেছে। সাথে রয়েছে ৬ এমএম টাইটানিয়াম মুভিং কয়েল ডায়াফ্রাম। ফলে এটি ক্লিয়ার সাউন্ড, ডিপ বেস এবং ৩৬০ ডিগ্রী সারাউন্ড সাউন্ড উৎপন্ন করতে সক্ষম। শুধু তাই নয়, এটি ৪৩ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যান্সলেশন করে মনোরম সাউন্ড ডেলিভার করতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি। এছাড়া এতে ট্রান্সফারেন্সি মোড উপলব্ধ। আবার ক্লিয়ার কলিংয়ের জন্য এতে নয়েজ রিডাকশন অ্যালগরিদম সহ মাইক্রোফোন বর্তমান।
সংস্থার মতে, গেম মোডে থাকাকালীন ইয়ারফোনটি ৫৯ এমএস পর্যন্ত লো ল্যাটেন্সি অফার করবে। আবার একবার চার্জে এটি ৯ ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকতে সক্ষম। উপরন্তু নয়েজ ক্যান্সলেশন ফিচার অফ থাকলে এটি ৩৬ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।

তদুপরি ইয়ারবাডটিকে ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া সম্ভব। এছাড়া এতে রয়েছে টাচ প্যানেল। যার মাধ্যমে মিউজিক এবং কল নিয়ন্ত্রণ করা যাবে। Redmi Buds 4 Pro ইয়ারফোনটি ব্লুটুথ ৫.৩ সাপোর্ট করবে এবং জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে IP54 রেটিং রয়েছে।

Tags:    

Similar News