ফুল চার্জে চলবে ৫০ ঘন্টা, Mivi DuoPods F40 ইয়ারবাড হাজার টাকার কমে লঞ্চ হল

By :  techgup
Update: 2022-06-09 13:44 GMT

স্মার্ট অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী সংস্থা Mivi এবার ভারতীয় বাজারে তাদের প্রোডাক্টের লাইনআপকে সম্প্রসারিত করার লক্ষ্যে নিয়ে আসলো একটি নতুন ইয়ারবাড, যার নাম Mivi DuoPods F40। এটি DuoPods F60 ইয়ারফোনের উত্তরসূরী। নয়া এই ইয়ারবাড ১৩ এমএম ড্রাইভারের সাথে এসেছে এবং একবার চার্জে ৫০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Mivi DuoPods F40 ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Mivi DuoPods F40 ইয়ারবাডের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে মিভি ডুয়োপডস এফ৪০ ইয়ারফোনের প্রারম্ভিক দাম ধার্য করা হয়েছে ৯৯৯ টাকা। তবে এই দাম কত দিন পর্যন্ত বহাল থাকবে তা জানা যায়নি। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এটি উপলব্ধ। ব্ল্যাক, হোয়াইট, ব্লু, গ্রে এবং গ্রীন - এই পাঁচটি কালার অপশনের মধ্যে ক্রেতারা বেছে নিতে পারবেন নতুন এই ইয়ারফোন।

Mivi DuoPods F40 ইয়ারবাডের স্পেসিফিকেশন

সংস্থার অভিনব প্রোডাক্টের তালিকায় নতুন মাত্রা যোগ করল নবাগত মিভি ডুয়োপডস এফ৪০ ইয়ারফোনটি। নতুন এই ইয়ারফোন মনোরম লিসেনিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এছাড়া এর চমৎকার সাউন্ড আউটপুট খুব সহজে ইয়ারফোনের বাজারে সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।

অন্যদিকে নতুন এই ইয়ারফোনে রয়েছে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার, ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি এবং ট্যাপ কন্ট্রোল। পাশাপাশি এতে সিরি, অ্যালেক্সা এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে।

Mivi DuoPods F40 ইয়ারবাডের ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে, এর চার্জিং কেসে ব্যবহৃত হয়েছে ৫০০ এমএএইচ ব্যাটারি এবং ইয়ারফোনটি ইউএসবি সি টাইপ পোর্টের মাধ্যমে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। তাছাড়া এর চার্জিং কেসে রয়েছে এলইডি ডিসপ্লে, যা ব্যবহারকারীকে ইয়ারফোনটিতে কতটা চার্জ আছে তা জানতে সাহায্য করবে। সর্বোপরি জল এবং ঘাম থেকে সুরক্ষা দিতে ইয়ারফোনটি IPX4 রেটিং প্রাপ্ত।

Tags:    

Similar News