কম দামে 108MP ক্যামেরার সঙ্গে 120Hz ডিসপ্লে, মধ্যবিত্তের বাজেটে সেরা স্মার্টফোন বিক্রি করছে OnePlus
OnePlus Nord CE 3 Lite 5G হল ভারতে উপলব্ধ ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ডিভাইস, যাতে 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। এটি কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনগুলির মধ্যে একটি, যা বাজেট রেঞ্জে ওয়ানপ্লাসের প্রিমিয়াম এক্সপেরিয়েন্স অফার করে। ডিভাইসটিতে উন্নত 108 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরাও রয়েছে। আসুন OnePlus Nord CE 3 Lite 5G হ্যান্ডসেটের বিস্তারিত স্পেসিফিকেশন এবং মূল্য দেখে নেওয়া যাক।
ভারতে OnePlus Nord CE 3 Lite 5G ফোনের মূল্য এবং লভ্যতা
ওয়ানপ্লাস নর্ড সিই 3 লাইট 5জি ফোনটি এদেশে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। এই হ্যান্ডসেটের বেস 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং উচ্চতর 8 জিবি র্যাম +256 জিবি স্টোরেজ মডেল দুটির দাম যথাক্রমে 16,799 টাকা এবং 18,449 টাকা। ডিভাইসটি ক্রোম্যাটিক গ্রে এবং প্যাস্টেল লাইম কালারে পাওয়া যায়।
আরও পড়ুন : আর 10 দিন বাকি, কীভাবে Aadhaar কার্ডের নাম, জন্ম তারিখ ও ঠিকানা আপডেট করবেন
ডিভাইসটি অ্যামাজন (Amazon), ওয়ানপ্লাসের অনলাইন স্টোর এবং ভারতের পার্টনার অফলাইন রিটেইলারদের কাছ থেকে কেনা যাবে৷ গ্রাহকরা অ্যামাজন-আইসিআইসিআই ক্রেডিট কার্ড ব্যবহার করে অ্যামাজনে 5% ক্যাশব্যাক দাবি করতে পারেন, যা ফোনটির কার্যকরী মূল্য মাত্র 15,959 টাকায় নামিয়ে আনবে।
OnePlus Nord CE 3 Lite 5G ফোনের স্পেসিফিকেশন
OnePlus Nord CE 3 Lite 5G হ্যান্ডসেটে 2400 x 1080 পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন সহ 6.72 ইঞ্চির আইপিএস এলসিডি স্ক্রিন রয়েছে। প্যানেলটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 680 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। ফোনটি Qualcomm Snapdragon 695 চিপসেটে চলে, যার সাথে গ্রাফিক্সের জন্য Adreno 619 জিপিইউ যুক্ত রয়েছে। এটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে অক্সিজেনওএস 14 (OxygenOS 14) সিস্টেমে রান করে। ফোনটি সর্বাধিক 8 জিবি র্যাম এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজের সাথে পাওয়া যাবে। এটি একটি হাইব্রিড সিম স্লট ব্যবহার করে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ সম্প্রসারণ সাপোর্ট করে।
আরও পড়ুন : 2,000 টাকা দাম কমল Poco F6 5G-এর, সস্তায় পেয়ে যান সেরা অলরাউন্ডার ফোন
ফটোগ্রাফির জন্য, OnePlus Nord CE 3 Lite 5G হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে 108 মেগাপিক্সেলের এফ/1.8 প্রাইমারি সেন্সর, একটি 2 মেগাপিক্সেলের এফ/2.4 ম্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের এফ/2.4 ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে৷ এটি 1,080 পিক্সেলে 30 ফ্রেম প্রতি সেকেন্ড (fps) পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। আর ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের এফ/2.4 সেন্সর রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Nord CE 3 Lite 5G হ্যান্ডসেটটি 5,000 এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত, যা 67 ওয়াট সুপারভুক (SuperVOOC) চার্জিং সাপোর্ট করে৷ ফোনটির বক্সে একটি কম্প্যাটিবল ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। OnePlus Nord CE 3 Lite 5G ফোনটি 5জি সংযোগের পাশাপাশি 4জি এলটিই, ওয়াই-ফাই 5, ব্লুটুথ 5.1 এবং জিপিএস সাপোর্ট করে৷ নিরাপত্তার জন্য, ডিভাইসটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক এবং স্টেরিও স্পিকার উপস্থিত রয়েছে। পরিশেষে ফোনটির পরিমাপ 165.5 x 76 x 8.3 মিলিমিটার এবং 195 গ্রাম।