Moto E32s এর ধামাকাদার এন্ট্রি, মাত্র 8999 টাকায় ট্রিপল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি
মোটোরোলা আজ (২ জুন) ভারতের বাজারে লঞ্চ করলো তাদের Moto E32s হ্যান্ডসেটটি। এই নতুন মোটোরোলা ফোনটি বাজারে বিদ্যমান Moto E32-এর টুইকড সংস্করণ হিসেবে এসেছে। এই ডিভাইসে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে এবং ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আবার ফোনটি MediaTek Helio G37 অক্টা-কোর প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এছাড়া Moto E32s ফোনে রয়েছে IP52 রেটিং। সামগ্রিক ভাবে, এই হ্যান্ডসেটটি Redmi 10A, Realme C31 এবং Redmi 10-এর মডেলগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হচ্ছে।
ভারতে মোটোরোলা ই৩২এস-এর দাম, লভ্যতা (Moto E32s Price and Availability in India)
ভারতে মোটোরোলা মোটো ই৩২এস-এর ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। যদিও পরে এর দাম আরও বাড়বে। আবার ফোনটির ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের মূল্য রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। এই হ্যান্ডসেটটি মিস্টি সিলভার এবং স্লেট গ্রে- এই দুই কালার অপশনে পাওয়া যাবে এবং এটি আগামী ৬ জুন দুপুর ১২টা থেকে ফ্লিপকার্ট (Flipkart), জিও মার্ট (Jio Mart), জিও মার্ট ডিজিট্যাল (Jio Mart Digital) এবং রিলায়েন্স ডিজিট্যাল (Reliance Digital)-এর মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে৷
মোটোরোলা ই৩২এস-এর স্পেসিফিকেশন (Moto E32s Specifications)
ডুয়েল-সিমের (ন্যানো) মোটো ই৩২এস ফোনে ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির এইচডি+ (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর দ্বারা চালিত এবং এর সাথে গ্রাফিক্সের জন্য আছে ৬৮০মেগাহার্টজের আইএমজি পাওয়ারভিআর জিই৮৩২০ (IMG PowerVR GE8320) জিপিইউ। মোটোরোলা ই৩২এস ফোনে সর্বাধিক ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব। এই নয়া বাজেট রেঞ্জের মোটোরোলা ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Moto E32s-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে এফ/২.২ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে৷ সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, হ্যান্ডসেটের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান৷ রিয়ার এবং ফ্রন্ট উভয় ক্যামেরাই পোট্রেট, প্যানোরামা, প্রো এবং নাইট ভিশন-এর মতো ফটোগ্রাফি ফিচারগুলি অফার করে। এছাড়া, Moto E32s-এর রিয়ার ক্যামেরাটি ৩০এফপিএস (fps) ফ্রেম রেটে ফুল-এইচডি ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে এবং সাথে একটি এলইডি ফ্ল্যাশও যুক্ত রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Moto E32s ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এই মোটোরোলা হ্যান্ডসেটটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ভি৫.০, জিপিএস/ এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। Moto E32s-এর অনবোর্ড সেন্সরগুলির মধ্যে অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট এবং প্রক্সিমিটি সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। নিরাপত্তার জন্য, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে। এছাড়াও, ফোনটির পরিমাপ ১৬৩.৯৫x৭৪.৯৪x৮.৯৪ মিলিমিটার এবং ওজন ১৮৫ গ্রাম।