Motorola-র নতুন ফোনের স্পিড টেস্ট কমপ্লিট, র‍্যামের পরিমাণ ও প্রসেসরের নাম জানা গেল

Update: 2023-02-15 08:15 GMT

মোটোরোলা খুব শীঘ্রই বিশ্ব বাজারে Moto Edge 40 Pro নামে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। গত মাসে এটির রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছিল। আবার বিভিন্ন সূত্র থেকে আপকামিং ডিভাইসটির মূল্য এবং প্রধান স্পেসিফিকেশনগুলি সম্পর্কেও বহু তথ্য সামনে এসেছে। সব দেখে এই ফোনটিকে Moto X40-এর রিব্র্যান্ডেড সংস্করণ বলে মনে হচ্ছে, যা গত ডিসেম্বরে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর সহ চীনে এসেছে। আর এখন, Moto Edge 40 Pro গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়েছে, যার তালিকাটি এর প্রসেসর, র‍্যাম ক্যাপাসিটি এবং অপারেটিং সিস্টেম সম্পর্কিত তথ্যগুলি প্রকাশ করেছে। আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

Moto Edge 40 Pro-কে দেখা গেল Geekbench-এর সাইটে

মোটো এজ ৪০ প্রো ফোনটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। বেঞ্চমার্ক তালিকা অনুযায়ী, এই ডিভাইসটি ARMv8 প্রসেসর দ্বারা চালিত হবে, যার তিনটি কোর ২.০২ গিগাহার্টজে রান করে, চারটি কোরের ক্লক স্পিড ২.৮০ গিগাহার্টজ এবং বাকি একটি কোরের সর্বোচ্চ গতি ৩.১৯ গিগাহার্টজ। এগুলি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপের সাথে মিলে যায়।

এজ ৪০ প্রো-তে ১২ জিবি র‍্যাম থাকবে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে, তবে লঞ্চের সময় আরও বিকল্প বাজারে আসবে বলে আশা করা যায়। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, মোটো এজ ৪০ প্রো গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ১,৪৮০ পয়েন্ট এবং ৪,৮৮৯ পয়েন্ট স্কোর করেছে।

জানিয়ে রাখি, এর আগে Moto Edge 40 Pro-এর ফাঁস হওয়া রেন্ডারগুলি ইঙ্গিত করেছে যে, এটি Moto X40-এর একটি রিব্যাজড সংস্করণ হবে। যদি এটি সত্যই প্রমাণিত হয়, তাহলে আশা করা যায় যে ডিভাইসটিতে ৬.৬ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং একটি ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।

ক্যামেরার ক্ষেত্রে, Edge 40 Pro-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম প্রাইমারি ক্যামেরা উপস্থিত থাকবে, যার সাথে সহায়ক ক্যামেরা হিসেবে একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর যুক্ত থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে।

সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Moto Edge 40 Pro-এ ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ইউনিট অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও জানা গেছে যে, ইউরোপের বাজারে মোটোরোলার আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির দাম হবে ৮৫০ ইউরো (প্রায় ৭৫,৫০০ টাকা)।

Tags:    

Similar News