চ্যাম্পিয়ন ক্যামেরা সহ অনবদ্য স্পিড, Moto, Realme, ও Oppo-র মধ্যে কোন ফোন সেরা দেখে নিন

Update: 2024-04-08 05:58 GMT

মোটোরোলা সম্প্রতি ভারতে Moto Edge 50 Pro লঞ্চ করেছে। যা একটি প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন এবং এদেশে প্রারম্ভিক মূল্য 31,999 টাকা। Edge-সিরিজের এই নতুন মডেলটির ভারতের বাজারে প্রধান প্রতিপক্ষ Realme 12 Pro+ এবং Oppo Reno 11 5G। চলুন দেখে নেওয়া যাক, দাম, স্পেসিফিকেশন ও ফিচার্সের ক্ষেত্রে ফোন তিনটির মধ্যে কে সেরা।

Moto Edge 50 Pro বনাম Realme 12 Pro+ বনাম Oppo Reno 11: ভারতীয় দাম

  • মোটো এজ 50 প্রো এদেশে 8GB + 256GB 12GB + 256GB- এই দুই র‍্যাম ও স্টোরেজ সংস্করণে উপলব্ধ। এগুলির দাম যথাক্রমে 31,999 টাকা এবং 35,999 টাকা।
  • রিয়েলমি 12 প্রো প্লাস-এর 8GB + 128GB 8GB + 256GB 12GB + 256GB - এই তিনটি র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 29,999 টাকা, 31,999 টাকা এবং 33,999 টাকা।
  • ওপ্পো রেনো 11-এর 8GB + 128GB, 8GB + 256GB মডেলগুলির দাম যথাক্রমে 29,999 টাকা এবং 31,999 টাকা।

রিয়েলমি 12 প্রো প্লাস এবং ওপ্পো রেনো 11 একটি 128 জিবি স্টোরেজ বিকল্প অফার করে এবং উভয়ের দাম 29,999 টাকা। আর তিনটি ডিভাইসেরই 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলের দাম 31,999 টাকা।

Moto Edge 50 Pro বনাম Realme 12 Pro+ বনাম Oppo Reno 11: ডিজাইন

Moto Edge 50 Pro, Realme 12 Pro+ এবং Oppo Reno 11-এ কার্ভড ডিসপ্লে প্যানেল এবং কার্ভড রিয়ার প্যানেল রয়েছে। Realme 12 Pro+ এবং Moto Edge 50 Pro-তে কৃত্রিম চামড়ার তৈরি ব্যাক প্যানেল রয়েছে। Realme 12 Pro+তে সানবার্স্ট ডায়াল, গোল্ডেন-ফ্লুটেড বেজেল এবং একটি 3D জুবিলি ব্রেসলেট সহ লাক্সারি ওয়াচের মতো ডিজাইন রয়েছে৷ এদিকে, Moto Edge 50 Pro-তে একটি ধাতব চ্যাসিস রয়েছে এবং এটি ইতালিতে হাতে তৈরি Moonlight Pearl Limited Edition-এ পাওয়া যায়।

Moto Edge 50 Pro বনাম Realme 12 Pro+ বনাম Oppo Reno 11: ডিসপ্লে

  • Moto Edge 50 Pro-তে 1.5K (2,712 × 1,220 পিক্সেল) রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 2,000 nits পিক ব্রাইটনেস, এইচডিআর10+ সাপোর্ট, এবং এসজিএস (SGS) আই প্রোটেকশন সার্টিফিকেশন সহ 6.7 ইঞ্চির 10 বিট কার্ভড পি-ওলেড (POLED) স্ক্রিন রয়েছে৷ এই হ্যান্ডসেটের ডিসপ্লের রঙগুলি প্যানটোন (PANTONE) দ্বারা টিউন করা হয়েছে।
  • Realme 12 Pro+ ফুলএইচডি+ (2,412 × 1,080 পিক্সেল) রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 950 নিট ব্রাইটনেস এবং 50,00,000:1 কনট্রাস্ট রেশিও সহ 6.7 ইঞ্চির কার্ভড 10-বিট অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে অফার করে৷
  • Oppo Reno 11-এ ফুলএইচডি+ (2,412 × 1,080 পিক্সেল) রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 800 নিট পিক এইচডিআর উজ্জ্বলতা এবং 20,00,000:1 কনট্রাস্ট রেশিও সহ 6.7 ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।

Moto Edge 50 Pro-তে একটি উচ্চ-রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে, যা প্রতিযোগী ডিভাইসের তুলনায় আরও ঘন ঘন রিফ্রেশ হয়।

Moto Edge 50 Pro বনাম Realme 12 Pro+ বনাম Oppo Reno 11: প্রসেসর

  • Moto Edge 50 Pro Adreno 720 জিপিইউ সহ Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর দ্বারা চালিত, যা 12 জিবি এলপিডিডিআর4এক্স র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত ইউএফএস 2.2 স্টোরেজের সাথে যুক্ত রয়েছে।
  • Realme 12 Pro+ এ রয়েছে Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর, যা Adreno 710 জিপিইউ, 12 জিবি এলপিডিডিআর4এক্স র‍্যাম এবং 256 জিবি ইউএফএস 3.1 স্টোরেজের সাথে যুক্ত।
  • Oppo Reno11-এ MediaTek Dimensity 7050 প্রসেসর এবং একটি Mali G68 জিপিইউ বিদ্যমান। এটিতে 8 জিবি এলপিডিডিআর4এক্স র‍্যাম এবং 256 জিবি ইউএফএস 2.2 স্টোরেজ পাওয়া যায়।

Moto Edge 50 Pro-তে দ্রুততর Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর রয়েছে, যা প্রতিযোগী ডিভাইস দুটিতে থাকা প্রসেসরের চেয়ে ভালো। এর বেঞ্চমার্ক স্কোরও একই দিকে নির্দেশ করে।

Moto Edge 50 Pro বনাম Realme 12 Pro+ বনাম Oppo Reno 11: সফ্টওয়্যার

  • Moto Edge 50 Pro অ্যান্ড্রয়েড 14-এর ওপর ভিত্তি করে হ্যালো ইউআই (HelloUI) কাস্টম স্কিনে রান করে। মোটোরোলার এই হ্যান্ডসেটে থিঙ্কশিল্ড (ThinkShield)-এর নিরাপত্তাও রয়েছে এবং এটি মোটো কনট্যাক্ট (Moto Connect), মোটো সিকিউর (Moto Secure) ও মোটো আনপ্লাগড (Moto Unplugged) সহ বিভিন্ন ফিচার অফার করে। কোম্পানি তিনটি অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি প্যাচ আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
  • Realme 12 Pro+ অ্যান্ড্রয়েড 14-এর ওপর ভিত্তি করে রিয়েলমি ইউআই 5.0 অপারেটিং সিস্টেমে রান করে। তবে তাদের কোম্পানি প্রোডাক্ট পেজে সফ্টওয়্যার আপডেট প্ল্যান সম্পর্কে কিছু উল্লেখ করেনি।
  • Oppo Reno 11 ফোনটি অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক কালারওএস 14 কাস্টম স্কিনে রান করে। রিয়েলমির মতো, ওপ্পোও অফিসিয়াল তালিকায় আপডেটের কথা উল্লেখ করেনি।

Moto Edge 50 Pro প্রতিযোগীদের তুলনায় এগিয়ে আছে বলে মনে হচ্ছে, কারণ এটিকে অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত আপডেট করা হবে। এছাড়াও, মোটো কানেক্ট ইউজারদের তাদের স্মার্টফোনটি এক্সটার্নাল ডিসপ্লে প্যানেল এবং টিভির সাথে ব্যবহার করতে দেয়।

Moto Edge 50 Pro বনাম Realme 12 Pro+ বনাম Oppo Reno 11: ক্যামেরা

  • Moto Edge 50 Pro প্যানটোন-স্বীকৃত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ম্যাক্রো শট সাপোর্ট সহ একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, 3x অপটিক্যাল জুম সহ একটি 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটি LED ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে একটি 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে।
  • Realme 12 Pro+ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে, যা 50 মেগাপিক্সেলের Sony IMX890 সেন্সর, 3x অপটিক্যাল জুম ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 64 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি এলইডি ফ্ল্যাশ দ্বারা গঠিত৷ আর ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।
  • Oppo Reno 11-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের Sony LYT600 সেন্সর, 2x অপটিক্যাল জুম সহ একটি 32 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর সহ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে সেলফির জন্য একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান৷

Realme 12 Pro+-এ ওআইএস সাপোর্ট সহ উচ্চ-রেজোলিউশন টেলিফটো সেন্সর রয়েছে। অন্যদিকে, Moto Edge 50 Pro উচ্চ-রেজোলিউশনের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং সেলফি ক্যামেরা সহ এসেছে।

Moto Edge 50 Pro বনাম Realme 12 Pro+ বনাম Oppo Reno 11: ব্যাটারি এবং চার্জিং

  • Moto Edge 50 Pro-তে রয়েছে 4,500 এমএএইচ ব্যাটারি রয়েছে, যা 125 ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই হ্যান্ডসেটটি 50 ওয়াট টার্বোপাওয়ার ওয়্যারলেস চার্জিং এবং 10 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
  • Realme 12 Pro+-এ 5,000 এমএএইচ ব্যাটারি এবং 67 ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
  • Oppo Reno 11 ফোনটি 5,000 এমএএইচ ব্যাটারি এবং 67 ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিংয়ের সাথে এসেছে।

Moto Edge 50 Pro-এর ব্যাটারি প্রতিযোগী ডিভাইসগুলির তুলনায় 10% ছোট, তবে এটিই সেগমেন্টের একমাত্র ডিভাইস, যা ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং অফার করে।

মোটোরোলা বেস 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের রিটেইল বক্সে 68 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার রয়েছে। Moto Edge 50 Pro-এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলের রিটেইল প্যাকেজে একটি 125 ওয়াট টার্বোপাওয়ার অ্যাডাপ্টার রয়েছে।

Moto Edge 50 Pro বনাম Realme 12 Pro+ বনাম Oppo Reno 11: উপসংহার

  • Moto Edge 50 Pro একটি উচ্চ রেজোলিউশন ডিসপ্লে, ভাল সেলফি ক্যামেরা এবং রিয়েলমি এবং ওপ্পোর হ্যান্ডসেটগুলির তুলনায় দ্রুত চার্জিং অফার করে। এটি ওয়্যারলেস এবং রিভার্স ওয়্যারলেস চার্জিংও অফার করে, যা প্রতিযোগী ডিভাইসগুলিতে অনুপস্থিত। সামগ্রিকভাবে, Moto Edge 50 Pro একটি ভালো ডিভাইস বলে মনে হচ্ছে।
  • অন্যদিকে, Realme 12 Pro+ প্রতিযোগী ডিভাইসের তুলনায় দ্রুততর ইউএফএস 3.1 স্টোরেজ এবং ওআইএস সাপোর্ট সহ একটি উচ্চ-রেজোলিউশনের টেলিফটো লেন্স অফার করে। এই ফোনটিতে একটি সেরা ক্যামেরা রয়েছে এবং এটি তার দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রয়েছে।
  • Oppo Reno11-এ রয়েছে একটি ভালো ডিসপ্লে, উৎকৃষ্ট ক্যামেরা এবং উন্নত ব্যাটারি লাইফ। কেউ যদি এই প্রাইস সেগমেন্টে একটি ভালো ক্যামেরা স্মার্টফোনের সন্ধানে থাকেন, তবে এই ওপ্পো ফোনটি তার পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারে।

Tags:    

Similar News