বাজেটের মধ্যে 8 জিবি র্যাম সহ গেমিং প্রসেসর, Moto G24 লঞ্চের আগে উপস্থিত হল Geekbench-এ
Moto একের পর এক নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করছে। ব্র্যান্ডটি গত কয়েক মাসে জি-সিরিজের অধীনে Moto G14, Moto G54 5G ও Moto G84 5G ফোনগুলি বাজারে এনেছে। এখন আবার ব্র্যান্ডটি জি সিরিজের আরও একটি নতুন হ্যান্ডসেটের উপর কাজ করছে। এই ডিভাইসের নাম Moto G24। সম্প্রতি এই ফোনকে গিকবেঞ্চ বেঞ্চমার্ক ডেটাবেসে দেখা গেছে।
Moto G24 আসলে Moto G23 এর উত্তরসূরি হিসেবে আসবে, আর এটি একটি মিড-রেঞ্জ হ্যান্ডসেট হবে বলে আশা করা হচ্ছে। আসুন গিকবেঞ্চ থেকে ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
গিকবেঞ্চ অনুসারে, মোটো জি২৪ হ্যান্ডসেটে মালী জি৫২ জিপিইউ থাকবে। আশা করা হচ্ছে এই ডিভাইসে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর ব্যবহার করা হবে। আর এটি ৮ জিবি র্যাম সহ পাওয়া যাবে। আর ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে।
Moto G23 এর ফিচার
মোটো জি২৩-এ আছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৪/৮ জিবি র্যাম এবং ৬৪/১২৮ জিবি স্টোরেজ। ফোনটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। আশা করা যায়, এর উত্তরসূরীতে আরও ভালো ফিচার থাকবে।