Motorola Moto G54 5G ফোন ব্যবহারকারীরা পেল নতুন বছরের উপহার
Motorola-র Moto G54 5G ফোনে চলে এল অ্যান্ড্রয়েড ১৪ বিটা আপডেট। আপাতত ভারতীয় ব্যবহারকারীদের জন্য এই আপডেট রোল আউট করা হয়েছে। সম্প্রতি MotoFanboy নামের এক এক্স ইউজার একটি স্ক্রিনশট শেয়ার করে এই দাবি করেছে। নতুন এই আপডেটের সাথে Moto G54 5G ফোন ব্যবহারকারীরা ডিসেম্বর মাসের সিকিউরিটি প্যাচও পাবে।
আর এই অ্যান্ড্রয়েড ১৪ বিটা আপডেটের ফার্মওয়্যার ভার্সন - U1TD34.68 এবং এর সাইজ ১.৬২ জিবি। যেহেতু Motorola তাদের ফোনে প্রায় স্টক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অফার করে, তাই আশা করা যায় যে, Moto G54 5G ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ এর প্রায় সমস্ত ফিচার পেতে চলেছে।
উল্লেখ্য, বিটা ভার্সন শুরুতে কিছু ব্যবহারকারীর জন্য রোল আউট করা হবে। এরপর তারা সমস্যার কথা না জানালে এই আপডেট সবার কাছে পৌঁছাবে। আর এর ৩-৪ মাস পরে অ্যান্ড্রয়েড ১৪ এর স্টেবল আপডেট পাবে Moto G54 5G।
Android 14 এর উল্লেখযোগ্য কিছু ফিচার
- নতুন থিম
- কাস্টম লক স্ক্রিন শর্টকাট
- বড় ফন্ট
- অ্যাডভ্যান্স মেমোরি প্রোটেকশন
- নিরাপদ নয় এমন কানেকশন নিষ্ক্রিয় করে দেওয়া
- আল্ট্রা এইচডিআর ফটো