থামছে না Motorola-র জলবা, 8GB র্যাম ও দুর্দান্ত কালারের সাথে আনছে Moto G55 5G ও Moto G35 5G
Motorola আজ ভারতে নতুন বাজেট 5G ফোন লঞ্চ করেছে, যার নাম Moto G45 5G। তবে কোনো বিরাম না নিয়েই সংস্থাটি G সিরিজের অধীনে আরও দুটি স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। 91মোবাইলস তাদের রিপোর্টে আসন্ন এই দুটি ফোনের নাম বলেছে - Moto G55 5G এবং Moto G35 5G। এর মধ্যে Moto G55 5G ডিভাইসটি গত বছরের Moto G54 এর উত্তরসূরি হবে। আর Moto G35 5G লঞ্চ হবে Moto G34 5G ফোনের আপগ্রেড ভার্সন হিসাবে।
Moto G55 5G, Moto G35 5G এর স্টোরেজ ভ্যারিয়েন্ট ও কালার অপশন
টিপস্টার সুধাংশু বলেছেন, মোটো জি55 5জি মডেলটি 8 জিবি র্যাম এবং 256 জিবগ স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। তবে এর আরও ভ্যারিয়েন্টে থাকবে কিনা তা জানা যায়নি। স্মার্টফোনটি গ্রে, গ্রিন এবং পার্পল কালারে পাওয়া যাবে।
অন্যদিকে মোটো জি35 5জি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে: 4 জিবি + 128 জিবি, 8 জিবি + 128 জিবি, এবং 8 জিবি+ 256 জিবি। এটি রেড, গ্রীন ও ব্ল্যাক কালারে পাওয়া যাবে।
Moto G35 5G এর ফিচার নিয়ে কি কি ফাঁস হয়েছে
Moto G35 5G বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটে হাজির হয়েছে। ইতিমধ্যেই একে গিকবেঞ্চ, টিইউভি, ইইউটি, এফসিসি, ইইসি, আইএমইআই এবং উল ডেমকোতে দেখা গেছে। এইসব জায়গা থেকে জানা গেছে যে, এই ফোনে 4,850mAh ব্যাটারি থাকতে পারে। এই ব্যাটারি 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আবার এতে মালি জি57 জিপিইউ, 8 জিবি পর্যন্ত র্যাম এবং অ্যান্ড্রয়েড 14 ওএস সহ ইউনিসক টি760 প্রসেসর থাকতে পারে। মোটো জি35 ডিভাইসটি মোটো জি34 এর মতো একটি বাজেট 5G ফোন হবে, যার দাম শুরু হতে পারে 10,999 টাকা থেকে। জি34 মডেলে 120 হার্টজ রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ HD+ ডিসপ্লে আছে।