Moto G72: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফাটাফাটি ফোন লঞ্চ করল মোটোরোলা, দাম বাজেটের মধ্যে
Motorola আজ প্রত্যাশামতোই ভারতে লঞ্চ করল Moto G72। এদেশে ফোনটির দাম রাখা হয়েছে ২০ হাজার টাকার কম। নয়া এই জি সিরিজের ফোনে আছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও OLED ডিসপ্লে। এছাড়া ফোনটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। ফোনটি ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে। আসুন Moto G72 ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Moto G72 এর দাম ও লভ্যতা
ভারতে মোটো জি৭২ ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা। এটি মিটিওরাইট গ্রে ও পোলার ব্লু কালারে পাওয়া যাবে।
আগামী ১২ অক্টোবর দুপুর ১২টা থেকে ফোনটির সেল শুরু হবে। ফ্লিপকার্ট থেকে ফোনটি কেনা যাবে। এছাড়া এটি শীঘ্রই অফলাইনেও বিক্রি হবে।
Moto G72 এর স্পেসিফিকেশন ও ফিচার
মোটো জি৭২ ফোনে আছে ৬.৬ ইঞ্চি পিওলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪০০ x ১০৮০ পিক্সেল (ফুল এইচডি প্লাস)। এই ডিসপ্লে ১০ বিট কালার ডেপ্থ, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫৭৬ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে। এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হয়েছে।
পারফরম্যান্সের জন্য মোটো জি৭২ ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। এটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ বেসড মাই ইউএক্স কাস্টম স্কিনে রান করবে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, ফোনটি একটি অ্যান্ড্রয়েড আপডেট ও তিনবছর সিকিউরিটি আপডেট পাবে।
ক্যামেরার কথা বললে, Moto G72 ফোনের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
এদিকে আইপি৫২ রেটেড Moto G72 ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল আছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।