Moto G72 শীঘ্রই বাজারে আসছে, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে থাকবে ৬ জিবি র্যাম
গত কয়েকদিন ধরেই জল্পনা চলছে যে, লেনোভো (Lenovo) অধীনস্থ বিখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা (Motorola) তাদের Moto G-সিরিজের অধীনে একটি নতুন হ্যান্ডসেট বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। সম্প্রতি Moto G72 নামের এই আসন্ন ডিভাইসটিকে একটি ই-কমার্স ওয়েবসাইটের তালিকায় খুঁজে পাওয়া গেছে, যা এর সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে৷ আর এবার, আপকামিং Moto G72 গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটেও উপস্থিত হয়েছে এবং যথারীতি সাইটের তালিকাটি এই ফোনের প্রসেসর, র্যাম এবং অপারেটিং সিস্টেম সংক্রান্ত তথ্যগুলি প্রকাশ করেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।
Moto G72-কে দেখা গেল Geekbench-এর সাইট
মোটোরোলার আসন্ন মোটো জি৭২ ফোনটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি থেকে জানা গেছে যে, নতুন ফোনটি একটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে, যার ছয়টি কোরের ক্লক স্পিড ২ গিগাহার্টজ এবং বাকি দুটি কোর ২.২ গিগাহার্টজে চলে। তালিকায় উল্লেখিত এই তথ্যগুলিই নির্দেশ করে যে, মোটো জি৭২ মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসরের সাথে আসবে। গিকবেঞ্চে হ্যান্ডসেটটি ৬ জিবি র্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে। তবে আশা করা হচ্ছে, এই মোটো ফোনের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের সাথে একটি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও বাজারে আসবে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, মোটো জি৭২ অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে।
বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, মোটো জি৭২ গিকবেঞ্চ ৫-এর সিঙ্গেল-কোর টেস্টে ৫৩৪ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১,৭৮১ পয়েন্ট স্কোর করেছে। তালিকাটি স্মার্টফোনটি সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ না করলেও, ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট ও লিক থেকে নয়া মোটো জি৭২-এর প্রধান স্পেসিফিকেশনগুলি সম্পর্কে জানা গেছে।
মোটো জি৭২-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - Moto G72 Expected Specifications
মোটো জি৭২-এ ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৫ ইঞ্চির পি-ওলেড (P-OLED) ডিসপ্লে থাকবে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে সর্বাধিক ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। আবার ব্যবহারকারীরা মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করে ফোনটির স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়াতেও পারবেন।
ফটোগ্রাফির জন্য, Moto G72-এর রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ইউনিট এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো স্ন্যাপার সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে৷ আর সেলফি এবং ভিডিও কলের জন্য, G72-এর সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G72 ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে ডলবি অ্যাটমস টিউনড স্পিকার, ডুয়েল সিম সাপোর্ট, ব্লুটুথ ৫.১, এনএফসি এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত থাকবে। Motorola Moto G72 আগামী ৩ অক্টোবর ভারতের বাজারে লঞ্চ হবে বলে জানা গেছে।